এশিয়ান গেমস ২০২৩ : হকিতে বাংলাদেশকে এক ডজন গোল। সেমিফাইনালে ভারত।

ভারতীয় হকি টিম ,চিত্র সৌ : হকি ইন্ডিয়া

এশিয়ান গেমসে পুরুষদের হকি প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত বাংলাদেশকে ১২-০ গোলে পরাজিত করেছে।বাংলাদেশকে হারিয়ে ভারত সেইমিফাইনালে পৌঁছে গেল। অধিনায়ক হরমনপ্রীত সিং এবং মনদীপ সিং একটি করে হ্যাটট্রিক করেছে।

হরমনপ্রীত (২মি , ৪মি , ৩২ মিনিট) তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন। অন্যদিকে মনদীপ ১৮মি , ২৪মি , ৪৬মি মিনিটে গোল করেন।

ভারতের পক্ষে অন্য গোলদাতা হলেন ললিত কুমার উপাধ্যায় (২৩ মি ), অমিত রোহিদাস (২৭মি ), অভিষেক (৪১মি , ৫৭মি ), নীলকান্ত শর্মা (৪৭মি ) এবং গুরজন্ত সিং (৫৬মি )।ক্যাপ্টেন হরমনপ্রীত সিং টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন।

গোলে শট মারছেন হরমনপ্রীত সিং।সব ছবি সৌ: হকি ইন্ডিয়া

গ্রুপ পর্যায়ে পাঁচটি ম্যাচে ভারত ৫৮ টি গোল করেছে।

🇮🇳 ভারত ১৬-০ উজবেকিস্তান 🇺🇿
🇮🇳 ভারত ১৬-১ সিঙ্গাপুর 🇸🇬
🇮🇳 ভারত ৪-২ জাপান 🇯🇵
🇮🇳 ভারত ১০-২ পাকিস্তান 🇵🇰
🇮🇳 ভারত ১২-০ বাংলাদেশ 🇧🇩

Exit mobile version