১২ বার সমনে ১ বার হাজিরা! অবাক দিল্লী হাইকোর্ট রক্ষাকবজ দিল না মলয় ঘটককে।

দিল্লি হাইকোর্ট শুক্রবার রাজ্যে কয়লা চুরির মামলার তদন্তের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে যে সমন জারি করেছে তা বাতিল করতে অস্বীকার করেছে এবং মলয় ঘটককে কোনো আইনি রক্ষাকবজ দিল না।

দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, এটা অবাক করে যে, মামলাকারীকে গত দু’বছরে ১২ বার তলব করেছে ইডি। কেবলমাত্র এক বার তিনি হাজিরা দিয়েছেন! বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রায়ে জানিয়ে দেন, মলয়ের আবেদনে কোনও সাড়া দেওয়া হবে না। এই পরিস্থিতিতে তাঁকে কোনও রক্ষাকবচও নয়।

এর আগে ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেন মলয়। দিল্লির পরিবর্তে ইডির কলকাতায় অফিসে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করারও আবেদন জানান তিনি। গত ৫ সেপ্টেম্বর দিল্লি হাই কোর্ট জানায়, মলয়কে তাদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। তার সাথে কোর্ট এটাও জানিয়ে দেয়,হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে পারবে রাজ্যের আইনমন্ত্রীকে।

শুক্রবারের রায়ে আগের সব নির্দেশ বহাল রাখে আদালত। একই সঙ্গে আদালত জানায়, ইডি অফিসারদের কাজে কোনও ভাবে বাধা দেওয়া যাবে না ও তাঁদের ক্ষতি হবে এমন কিছু না করা হয় তা-ও নিশ্চিত করতে হবে। ইডিকে আদালতের নির্দেশ, মলয়ের হাজিরার দিন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা জন্য কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্যসচিবকে নোটিস দিতে হবে। যেন তাঁকে জিজ্ঞাসাবাদে কোনও সমস্যা তৈরি করা না হয়।

Exit mobile version