২০২৪ সালের মার্চ-এপ্রিল মাসে দেশে লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে দুই বড় জোট এনডিএ ও ‘I-N-D-I-A ছাড়াও তৃতীয় ফ্রন্টও আলোচনায় চলে এসেছে। এই দুই জোটে যে দলগুলো এখনো যোগ দেয়নি তারা এবং l- N-D-I-A জোট থেকে বেরিয়ে এসে কিছু দল তৃতীয় ফ্রন্ট তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএসপি সুপ্রিমো মায়াবতী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা বিরোধী I-N-D-I-A জোটের অংশ নন। এমন পরিস্থিতিতে মায়াবতী তৃণমূল স্তরে এই নতুন ফর্মুলা কার্যকর করতে কাজ করছেন বলে অনুমান করা হচ্ছে। মায়াবতী সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন। বিজেপি ও কংগ্রেসের পরে গোটা দেশে তৃতীয় বৃহত্তম ভোট শেয়ার এখন মায়াবতীর দলের কাছে। এমনও মনে করা হচ্ছে যে বিএসপি তৃতীয় ফ্রন্টে ওয়াইসির দল এআইএমআইএমকে সঙ্গে রাখতে পারে।
কংগ্রেস সভাপতি খাড়গে কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার আলোচনার পর I-N-D-I-A জোটের শরিক নীতীশ কুমার বড় মনঃক্ষুণ্ণ বলে জানা যাচ্ছে। জেডিইউ দলের বিধায়ক গোপাল মন্ডল এনআইএ এর সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন “লোকেরা স্বীকার করবে না, তারা জানে না মল্লিকার্জুন খাড়গে কে। এখন আপনি তার নাম উল্লেখ করেছেন, আমি এটা জানতে পেরেছি. এমনকি আমি জানতাম না যে তিনি কংগ্রেসের জাতীয় সভাপতি…কেউ তাকে চেনে না। সাধারণ মানুষ তাকে চেনে না, তারা জানে কে নীতীশ কুমার। তিনি প্রধানমন্ত্রী হবেন কারণ সবাই তাকে চেনেন।” তার দলের অন্যান্য নেতাদেরও মত একই রকম। তাই I-N-D-I-A জোটে নীতীশ কুমারের কোন ভবিষ্যৎ নাই। তাই তিনি তৃতীয় ফন্টের মধ্যে থাকতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা।
#WATCH | Bhagalpur, Bihar: JDU MLA Gopal Mandal says, "People will not acknowledge, they don't know who's Mallikarjun Kharge. Now that you've mentioned his name, I got to know it. I didn't even know that he is the national president of Congress…Nobody knows him. Common people… pic.twitter.com/Ph4GY9Adre
— ANI (@ANI) December 22, 2023
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২৪ এর লোকসভা ভোটের পরে বিহারের রাজনীতিতে বড় পরিবর্তন হতে চলেছে। লোকসভা ভোটের পর নীতীশ কুমার লালুর সঙ্গ ছেড়ে বিজেপির ছাতার তলায় আসতে পারেন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের একটা জোট হতে পারে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন। তাই সিপিআইএমের পক্ষে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের সঙ্গে জোটে থাকা মুশকিল। সিপিআইএমের জাতীয় নেতৃত্ব প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে। তাই সিপিআইএম I-N-D-I-A জোট থেকে বেরিয়ে এসে তৃতীয় ফন্টে শামিল হতে পারে।
তেলেঙ্গানার প্রধান বিরোধী দল বিআরএস তৃতীয় ফ্রন্টে সামিল হতে পারে। বিআরএস সুপ্রিমো কে সি আর ( কে.চন্দ্রশেখর রাও ) এনডিএ এবং I-N-D-I-A জোটের অংশ নন। তাই বিআরএস তৃতীয় ফন্টে সামিল হতে পারে।
কংগ্রেসের কাছে এখন একটা বড় চ্যালেঞ্জ তাদের I-N-D-I-A জোট টিকিয়ে রাখা। জোটের পরবর্তী বৈঠকে আসন ভাগাভাগির সময় উদ্ভূত পরিস্থিতি ঠিক করে দেবে এই জোটের ভবিষ্যৎ।