লোকসভার পর রাজ্যসভা থেকে সাসপেন্ড ৪৫ জন সংসদ।

সোমবার লোকসভার পুনরাবৃত্তি হয়েছে রাজ্যসভাতেও। এখানেও বিরোধী সাংসদরা পোস্টার এবং স্লোগান দিয়ে ক্ষমতাসীন কেন্দ্র সরকারের বিরোধিতায় হৈহট্টগোল করে সংসদের কাছে বিঘ্ন ঘটান। রাজ্যসভা ৪৫ জন সাংসদকে বরখাস্ত করেছে। ৩৪ জনকে শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাকি ১১ জন সংসদ যারা রাজ্যসভার মধ্যে পোস্টার নিয়ে গিয়েছিলেন তাদের নাম প্রিভিলেজ কমিটিতে পাঠানো হয়েছে। আজ রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে মোট ৭৮ জন সাংসদ সাসপেন্ড হলেন।

রাজ্যসভায় হাউসের নেতা পীযূষ গোয়েল বিরোধী দলের ৩৪ জন সদস্যকে “অসদাচরণ” এবং “অবিরাম স্লোগান” দেওয়ার জন্য এবং পোস্টার নিয়ে রাজ্যসভার মধ্যে প্রবেশ করার জন্য ১১ জন সাংসদকে সাসপেন্ড করার একটি প্রস্তাব উত্থাপন করেন । “

পীযূষ গোয়েল সাংসদদের সাসপেন্ড করার কারণ হিসেবে জানান নতুন রাজ্যসভা ও লোকসভার কার্যক্রম শুরু হওয়ার আগে সর্বদল বৈঠকে ঠিক হয়েছিল ক্ষমতাসীন কিংবা বিরোধী দলের কোন সাংসদ সংসদ ভবনের মধ্যে কোন পোস্টার নিয়ে প্রবেশ করবেন না। সর্বসম্মতভাবে ঠিক হওয়া এই সিদ্ধান্ত আজ বিরোধীদলের সংসদরা মানছেন না। তারা বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। তাই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন : সংসদীয় রীতিনীতি বিরোধী কাজের জন্য ৩৩ জন সাংসদ বরখাস্ত। কংগ্রেসের ১১ , ডিএমকের ৯, তৃণমূল কংগ্রেসের ৯।

 

সাসপেন্ড হওয়া রাজ্যসভার সদস্যদের নাম –

প্রথম তালিকা: (৩৪ জন)

দ্বিতীয় তালিকা:  (১১ জন)

১৪ই ডিসেম্বর TMC-এর ডেরেক ও’ব্রায়েন সহ, মোট ৪৬ জন সাংসদকে এখন পর্যন্ত রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে।

Exit mobile version