ভারতে নির্মীয়মান পাঁচটি ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। দেখে নিন এদের সম্পূর্ণ বিবরণ।

পৃথিবীতে সবথেকে প্রচলিত খেলার নাম ফুটবল। কিন্তু উল্টো দিকে ভারতবর্ষে সবথেকে প্রচলিত খেলা ক্রিকেট। ক্রিকেটের পাশাপাশি ফুটবলকেও ধীরে ধীরে বিশ্বমানে তুলে আনার চেষ্টা হচ্ছে গোটা ভারতে। প্লেয়ারদের বিশ্বমানের অনুশীলন সুবিধা দেওয়া হচ্ছে। এর সাথে সাথে একাধিক বিশ্বমানের ফুটবল স্টেডিয়ামেরও নির্মাণকার্য শুরু হয়ে গেছে। বর্তমান সময়ে নির্মীয়মান বিশ্বমানের ও আধুনিকতম পাঁচটি ফুটবল স্টেডিয়ামের কথা নিচে আলোচনা করা হলো –

১. শ্রীনগর ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম

শ্রীনগরের শতাব্দী প্রাচীন বকশী স্টেডিয়ামটিকে শীঘ্রই ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে। এটিতে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ইভেন্টগুলি আয়োজন করবে বলে আশা করা হচ্ছে৷ রাতের খেলার সুবিধা সহ এটি ফিফার নিয়মে নির্মিত হচ্ছে।

কাশ্মীর তার ফুটবল উন্মাদনার জন্য পরিচিত এবং এই খেলাটি যুগ যুগ ধরে কাশ্মীরি জনগণের প্রিয় খেলা। এখন, দেশের এই বিশ্বমানের অন্যতম সেরা ফুটবল স্টেডিয়ামটি নিঃসন্দেহে কাশ্মীরের যুবকদের মধ্যে ফুটবল খেলার প্রতি উন্মাদনা বাড়াবে এবং কাশ্মীরের ফুটবল প্রতিভা একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পাবে।

ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকশন কর্পোরেশন (NPCC) শ্রীনগরের বকশী স্টেডিয়ামটিকে আধুনিক রূপে তৈরি করছে। এই প্রকল্পের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা। ভারত সরকারের যুব পরিষেবা ও ক্রীড়া মন্ত্রক এই প্রকল্পের জন্য অর্থ অনুমোদন করেছে।

ফিফার নিয়ম অনুযায়ী স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে। এর ছয়টি ব্লকে ফুড কোর্ট এবং টয়লেট থাকবে। নতুন প্যাভিলিয়নে জায়গা বাড়বে। এর মধ্যে থাকবে কমেন্টারি বক্স, ভিভিআইপি বক্স এবং ড্রেসিং হল। স্টেডিয়ামটিতে প্রাকৃতিক ঘাসের টার্ফ থাকবে। রাতে খেলার জন্য চারটি ফ্লাডলাইটেরও ব্যবস্থা থাকছে এখানে । স্টেডিয়ামটিতে ১৮,০০০ দর্শক আসনের ব্যবস্থা থাকবে।

২. লাদাখ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম

লাদাখের নির্মিত স্টেডিয়ামটি দেশের সর্বোচ্চ উচ্চতার ফুটবল স্টেডিয়াম। সমুদ্রপৃষ্ঠ থেকে ১১০০০ ফুট উচ্চতায় নির্মিত খোলা সিন্থেটিক ট্র্যাক এবং অ্যাস্ট্রো-টার্ফ ফুটবল স্টেডিয়ামটির উচ্চতার দিক থেকে দেশে প্রথম এবং বিশ্বে দশের মধ্যে রয়েছে। এটিতে ৩০,০০০ দর্শকের বসার ব্যবস্থা থাকবে। স্টেডিয়াম টি তৈরি করার আনুমানিক খরচ ১৫০ কোটি টাকা।

‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসেবে স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। এটি ভারতে ক্রীড়া সংস্কৃতির প্রচারের জন্য ভারত সরকারের একটি উদ্যোগ। এই সিন্থেটিক ট্র্যাক এবং ফুটবল টার্ফ তৈরিতে আনুমানিক খরচ হয়েছে ১০.৬৮ কোটি টাকা।

৩. লখনউ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম

‘লখনউ স্পোর্টস সিটি সেন্টার’ উত্তর প্রদেশের ক্রীড়াবিদদের জন্য মৌলিক পরিকাঠামোকে আরও শক্তি প্রদান করার সাথে সাথে ধীরে ধীরে তার স্কেল এবং কার্যক্রম প্রসারিত করছে। এ লক্ষ্যে নগরীর ইকানা এলাকায় একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম তৈরি হতে যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে অটল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশেই। এটি দেশের সেরা পাঁচটি সবচেয়ে সুন্দর ফুটবল স্টেডিয়ামের একটি বলে দাবি করা হয়।

স্টেডিয়ামের জন্য ঘাস বিদেশ থেকে আনা হচ্ছে । এর পাশাপাশি স্টেডিয়াম এলাকায় থাকবে মিডিয়া সেন্টার, জিম, ড্রেসিং রুম, চেঞ্জিং রুম, ডাইনিং হলসহ আরও কিছু সুবিধা।স্টেডিয়ামে ৫০,০০০ দর্শক আসন থাকবে। স্টেডিয়ামের পাশে খেলোয়াড়দের থাকার জন্য একটি হোস্টেল সুবিধাও থাকবে, যা প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত থাকবে।

ফুটবল স্টেডিয়ামটির মধ্যে মাটি এবং সিন্থেটিক লন টেনিস কোর্টও থাকবে। একাধিক ক্রীড়া কার্যক্রমের জন্য একটি ইনডোর হলও স্থাপন করা হচ্ছে। এতে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হ্যান্ডবল, কাবাডি এবং অন্যান্য খেলার সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।

৪. খারঘর ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম

নভি মুম্বাই এর খারঘরে একটি অত্যাধুনিক উচ্চাভিলাষী প্রকল্প তৈরি হতে চলেছে ৷ এর মূল উদ্দেশ্য হল ভারতে ফুটবল খেলার প্রচার করা। ফিফা ম্যাচের জন্য উপযুক্ত বিশ্বমানের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম পর্যায়ক্রমে তৈরী করা হবে যার দর্শক আসন ৪০০০০ হবে।

সেন্টার অফ এক্সিলেন্সের জন্য মোট ১০.৫ হেক্টর এলাকা বরাদ্দ করা হয়েছে। প্রস্তাবিত সেন্টার অফ এক্সেলেন্স মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে থেকে ২০ কিমি দূরে।
তিনটি পর্যায়ে কাজটি বাস্তবায়ন করা হবে।

  • প্রথম পর্যায়ে অনুশীলনের জন্য প্রয়োজনীয় ফিফা স্তরের চারটি পিচ তৈরি করা হবে। ৪টি পিচের মধ্যে ৩টি হবে প্রাকৃতিক ঘাসের এবং একটি পিচ হবে কৃত্রিম ঘাসের। এই সব পিচ ফিফার প্রযুক্তিগত নির্দেশিকা ব্যবহার করে তৈরি করা হবে। যাতে এখানে ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলা সম্ভব হয়। একটি ছাদ সহ দর্শক গ্যালারি তৈরি করা হবে।
  • দ্বিতীয় পর্বে সমস্ত সুযোগ-সুবিধা সহ একটি ক্লাব হাউস তৈরি করা হবে।
  • তৃতীয় পর্বে তৈরি হবে ৪০,০০০ দর্শক-আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক ফিফা ফুটবল স্টেডিয়াম ।

৫. ইম্ফল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

ফুটবল উৎসাহী ইম্ফলে তৈরি হতে চলেছে মনিপুর এর দ্বিতীয় ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। এখন মণিপুরে একটি ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম আছে। ৩৫,০০০ আসন বিশিষ্ট খুমান লাম্পাক স্টেডিয়াম। এবার ইম্ফলে দ্বিতীয় ফুটবল স্টেডিয়াম তৈরি হতে চলেছে যেটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে। উল্লেখ্য ভারতের সবথেকে বড় ফুটবল স্টেডিয়ামটি হলো কলকাতার সল্টলেক স্টেডিয়াম। এর দর্শক আসন ৮৫,০০০।

মনিপুরের ফুটবল উন্মাদনার কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে ৭৫,০০০ আসন বিশিষ্ট ভারতের দ্বিতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। ২০২৪ সালের প্রথম দিকেই এই ফুটবল স্টেডিয়ামের কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এই স্টেডিয়ামে সমস্ত অত্যাধুনিক সুবিধা যেমন জিম, সুইমিংপুল, ভিআইপি বক্স, মিডিয়া সেন্টার ইত্যাদি থাকবে।

Related Posts

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি। শুটিং:- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল। দুপুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।