গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপে কাগজ বা নথি মুক্ত হলো।শুরু হলো NeVA ।

আজ গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপে কাগজ বা নথি মুক্ত হলো। আজ রাষ্ট্রপতি দম্পতি মুর্মুর উপস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল “এক দেশ এক এপ্লিকেশন” ( National e-Vidhan application, NeVA ) কার্যকর করলেন।এই ঘোষনার পর গুজরাট বিধানসভা সম্পূর্ণরূপের ডিজিটাল হয়ে গেল।

NeVA এমন একটি অ্যাপ্লিকেশন যার দ্বারা কোন কাগজ বা নথি ছাড়াই বিধানসভা, লোকসভা ও রাজ্যসভার সমস্ত আইনি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে।
এই প্রকল্পের লক্ষ্য হলো দেশের সমস্ত আইনসভা কে একত্রিত করা।
mNeVA হল NeVA এর একটি ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপ যা অ্যান্ড্রয়েড এবং আই ও এস -এ উপলব্ধ। এই অ্যাপ আইনসভার সমস্ত কার্যক্রম কে যেকোনো সময়, যেকোনো জায়গায় সবার কাছে এক্সেস যোগ্য করে তুলবে।
নাগাল্যান্ড ভারতবর্ষের প্রথম রাজ্য যে এই অ্যাপ্লিকেশনকে নাগাল্যান্ড বিধানসভায় চালু করেছে।

 

Related Posts

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং…

রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট।মমতা জানান, “রায় আমি মানি না।”

২০১০ সালের পর তৃণমূল শাসনে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার কলকাতা হাইকোর্ট একটি রায়ে জানিয়েছে, আজকের পর থেকে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র আর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।