রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ওভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যে। আর এই জলীয় বাষ্পই রাজ্যের সব জেলায় অকাল বর্ষনের কারণ বলে মনে করছেন আবহবিদরা।
হাওয়া অফিস তার পূর্বাভাসে বলেছে, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে কলকাতাতে।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই উপরে থাকবে। অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে। কলকাতার গড় তাপমাত্রা এখন ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। সারা দিনই শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবারের সর্বোচ্চ আর্দ্রতা ৯৩ শতাংশ এবং ন্যূনতম আর্দ্রতা ৩৯ শতাংশ।
কোথায় কোথায় বৃষ্টি হতে পারে?
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে পারে। বৃষ্টি চলবে রবিবার অবধি।
আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে।
দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।