রাজীবকে হুঁশিয়ারি রাজীবের। কোনও গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি।

রাজীবকে হুঁশিয়ারি রাজীবের। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই এ রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। আজ শেষ দিনে সাংবাদিকদের সামনাসামনি হয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশকেই। ভোটের সময় যদি কোথাও গন্ডগোল হয়, তার দায় বর্তাবে ডিজিপির উপরই।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে হিংসা নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে। কোনও ভাবেই কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। তার পরই তিনি হুঁশিয়ারি দেন, রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দায়িত্ব নিতে হবে রাজ্য পুলিশকেই। কোনও গন্ডগোল হলে দায়ী থাকবেন ডিজিপি।

————————-বিজ্ঞাপন————————–

————————————————————

মুখ্য নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, বাংলায় লোকসভার ভোট নিয়ে প্রথম রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এবং এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে কথা হয়েছে। তার পরে মুখ্যসচিব, ডিজি, ডিআইজি, পুলিশ সুপার, জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আরও জানান, আমলাতন্ত্র নিরপেক্ষ ভাবে ভোট করে না, এই মর্মে অভিযোগ জমা পড়েছে তাঁদের কাছে।

কমিশন জানিয়েছেন রাজ্য পুলিশ ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা রোখার চেষ্টা করবেন। এর পরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়ে দেন জেলা প্রশাসন যদি শক্ত হাতে হিংসা দমন না করে, তা হলে নির্বাচন কমিশন শক্ত হাতে ক্ষমতার ব্যবহার করবে। হিংসা দমনে ব্যর্থ হলে রাজ্য পুলিশকেই দায় নিতে হবে।

Related Posts

ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের।সম্প্রীতি দীর্ঘজীবী হোক বলছেন অনেকেই।

 ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের। গত একমাসের ভোটের প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ একে অপর কে যে…

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ববি। বাংলার শেষ প্রার্থী ঘোষণা করলো বিজেপি।

বাংলার শেষ প্রার্থী ঘোষণা করলো বিজেপি। প্রথম দফার নির্বাচনের ২ দিন আগেই হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষিত হল । এই কেন্দ্রে অভিষেকের প্রতিপক্ষ হচ্ছেন অভিজিৎ দাস ওরফে ববি।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের।সম্প্রীতি দীর্ঘজীবী হোক বলছেন অনেকেই।

ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের।সম্প্রীতি দীর্ঘজীবী হোক বলছেন অনেকেই।

ভারতে হিন্দু জনসংখ্যা ১৯৫০-২০১৫ এর মধ্যে হ্রাস পেয়েছে -EAC-PM সমীক্ষার মতে।

ভারতে হিন্দু জনসংখ্যা ১৯৫০-২০১৫ এর মধ্যে হ্রাস পেয়েছে -EAC-PM সমীক্ষার মতে।

ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর এখন পর্যন্ত সমস্ত দলের স্কোয়াড। বিস্তারিত জেনেনিন।

ICC পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর এখন পর্যন্ত সমস্ত দলের স্কোয়াড। বিস্তারিত জেনেনিন।

জুন মাসে শুরু হবে T20 বিশ্বকাপ। জেনে নিন সম্পূর্ণ সময়সূচী।

জুন মাসে শুরু হবে T20 বিশ্বকাপ। জেনে নিন সম্পূর্ণ সময়সূচী।

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ববি। বাংলার শেষ প্রার্থী ঘোষণা করলো বিজেপি।

ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে ববি। বাংলার শেষ প্রার্থী ঘোষণা করলো বিজেপি।

তৃণমূল কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করতে চলেছে। পাঁচটি ভাষায় প্রকাশিত হতে পারে ইস্তেহারটি।

তৃণমূল কংগ্রেস তার ইস্তেহার প্রকাশ করতে চলেছে। পাঁচটি ভাষায় প্রকাশিত হতে পারে ইস্তেহারটি।