এশিয়ান গেমসে সোনা নীরজ চোপড়ার । বুধবার ৮৮.৮৮ মিটার বর্শা ছুড়ে সোনা নিল নীরজ । রুপোও এল ওড়িশার ছেলে কিশোর জানার হাত ধরে। সে ছুড়ল ৮৭.৫৪ মিটার। ফলে একই ইভেন্ট থেকে সোনা-রুপো দুটোই এল ভারতের ঘরে। ইভেন্টের শুরু থেকেই ভারতীয় দুই প্রতিযোগী আশেপাশে কেউ ছিলনা। তৃতীয় হওয়া ডিন জেঙ্কি ভারতীয়দের থেকে পাঁচ মিটার পিছনে ছিল।
The golden boy and the new star in the making get 🥇 & 🥈for 🇮🇳@Neeraj_chopra1 secured the top spot and defended his #AsianGames title with a MASSIVE throw of 88.88 m while @Kishore78473748 took the silver passing his own personal best twice 😮💙#SonySportsNetwork… pic.twitter.com/VjHsdIny4f
— Sony Sports Network (@SonySportsNetwk) October 4, 2023
নীরাজ প্রথম থ্রোটা ভালোই করেছিল। টেকনিক্যাল ত্রুটির জন্য নিরাজের প্রথমটা কাউন্ট হয় না। টেকনিক্যাল সাপোর্ট ঠিক করার জন্য ইভেন্ট কিছুক্ষণ বন্ধ থাকে। রেফারি নিরাজ কে প্রথম থ্রোটা আবার নিতে বলে। এরপর নিরাজ প্রথমটা আবার নেয় এবং ডিসটেন্স হয় ৮২.২৬ মি। কিশোর প্রথম থ্রো করে ৮১.২৬ মি।
দ্বিতীয় থ্রোতে দূরত্ব ছিল নিরাজের ৮৪.৪৯মি ও কিশোরের ৭৯.৭৬মি। প্রথমে কিশোরের এই থ্রো কে ফাউল ঘোষণা করে আম্পায়ার। নীরাজ আম্পায়ারের দিকে ছুটে যায় এবং বলে এটা ফাউল হয়নি। পরে আম্পায়রা ভিডিও ফুটেজ দেখে থ্রোকে সঠিক বলে গণ্য করে।
তৃতীয় থ্রোটি নীরাজের ফাউল হয়। এবার কিশোর নীরাজকে টপকে যায় এবং থ্রো করে ৮৬.৭৭মি। নীরব চোপড়ার সতীর্থ কে এই থ্রোয়ের জন্য অভিনন্দন জানিয়া জড়িয়ে ধরে।
চতুর্থ প্রয়াসে নিরাজ একটি বিশাল থ্রো করে। ৮৮.৮৮মি। কিশোর চতুর্থ প্রয়াসে থ্রো করে ৮৭.৫৪মি। কিশোর আর নীরাজকে ধরতে পারেনি।
নীরাজের পঞ্চম থ্রোটি ৮০.৮০মি ও ষষ্ঠটি ফাউল হয় । কিশোরের পঞ্চম ও ষষ্ঠ দুটি ফাউল হয়।
এই ইভেন্ট থেকে ভারতের ঝুলিতে এলো একটি সোনা ও একটি রুপো।