মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অংকের টাকা। নগদ অর্থের উৎসের ব্যাখ্যা পায়নি ইডি।

মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অংকের টাকা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা চন্দ্রনাথ সিনহার বাসভবন থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গেছে, নগদ অর্থের উৎস ব্যাখ্যা করতে পারেননি চন্দ্রনাথ সিনহা। প্রমাণ সংগ্রহের জন্য কেন্দ্রীয় এজেন্সি মন্ত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বীরভূম জেলার বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাসভবন সহ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় বাংলার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। এজেন্সির পাঁচ সদস্য শুক্রবার সকাল ৯ টায় মন্ত্রীর বাসভবনে যান। বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির ২০টি বাড়ি পরেই থাকেন চন্দ্রনাথ সিনহা ।

দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে ছিলেন না মন্ত্রী। তখন তিনি ছিলেন মুরারইয়ের বাড়িতে। সেসময় নিচুপট্টির বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও দুই ছেলে। প্রায় ১৩ ঘন্টা পর শুক্রবার রাত ১০:৩০ টায় অভিযান শেষ করে ইডি র অফিসাররা বেরিয়ে যান। এই একই মামলায় কলকাতাতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডি সূত্রে জানা যায় তৃণমূল কংগ্রেসের যুব শাখার নেতা কুন্তল ঘোষের কাছ থেকে একটি রেজিস্টার উদ্ধার হয়েছিল যেখানে চন্দ্রনাথ সিনহার নাম উল্লেখ রয়েছে। কুন্তল ঘোষকে এর আগে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে সংস্থা গ্রেপ্তার করেছিল।

ইডি সূত্রে আরও জানা গেছে যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে কয়েকশো কোটি টাকার লেনদেন করা হয়েছে এবং ইডি মনে করে যে তার বেশিরভাগ অর্থ বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়েছে এবং এখনও সেই টাকা পুনরুদ্ধার করা যায়নি।

 

Exit mobile version