কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা অধীর চৌধুরী এক দেশ এক ভোট সংক্রান্ত ৮ সদস্যের কমিটিতে যোগদান করছেন না।

ভারত সরকার গত ২ সেপ্টেম্বর ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত একটি ৮ সদস্যের হাই লেভেল কমিটি (HLC) তৈরি করেন। এই কমিটির চেয়ারম্যান হিসেবে পূর্ব রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ মহাশয় কে নিযুক্ত করা হয়।

এই কমিটির বাকি সদস্যরা হলেন

  • ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী
  • প্রাক্তন কংগ্রেস নেতা ও বর্তমানে আজাদ পার্টির প্রতিষ্ঠাতা গোলাম নবী আজাদ
  • পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং
  • লোকসভার প্রাক্তন সম্পাদক সুভাষ কাশ্যপ
  • সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে
  • প্রাক্তন চিপ ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি।


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে লেখা চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী উল্লেখ করেন এই কমিটিতে ইচ্ছাকৃতভাবে রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খরগে কে বাদ দিয়ে প্রাক্তন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদকে রাখা হয়েছে। এটি সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতির বিরোধী।

অধীর বাবু চিঠিতে আরও উল্লেখ করেন এটি টোটালি আইওয়াশ। এই কমিটিকে সামনে রেখে সরকারই সমস্ত সিদ্ধান্ত নেবে। ৮ সদস্যের এই হাই লেবেল কমিটির মধ্যে তিনি থাকছেন না বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *