হাতুড়ি ঠুকে জি-২০ বৈঠকের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের প্রথম অধ্যায়ে আফ্রিকান ইউনিয়ন এর জি-২০এর স্থায়ী সদস্য পদের জন্য প্রস্তাব আনেন নরেন্দ্র মোদি। এই প্রস্তাবে সম্মতি জানান সকলে।
Honoured to welcome the African Union as a permanent member of the G20 Family. This will strengthen the G20 and also strengthen the voice of the Global South. pic.twitter.com/fQQvNEA17o
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন ও কমরোস এর রাষ্ট্রপতি আজালি আসুমানিকে আলিঙ্গন করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
আজ নরেন্দ্র মোদির সামনে দেশের নাম ‘ভারত’ লেখা ছিল। নরেন্দ্র মোদি তার ভাষণে বলেন “সবকা সাথ, সবকা বিকাশ’ বিশ্বব্যাপী আস্থার ঘাটতিকে রূপান্তরের মন্ত্র হতে পারে।”আজ প্রথম থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি হিন্দিতে ভাষণ দেন।