অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইম আউট’ হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে প্রথম। জেনে নিন কি হয়েছিলো।

আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইম আউট’ হওয়া প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসের বইয়ে নাম লেখালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আজ ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপ লীগের ম্যাচ ছিল। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটনাটি ঘটেছে। ৪২ বলে ৪১ রান করে সাদিরা সামারাবিক্রমা আউট হয় । ম্যাথিউস ৬ নম্বরে ব্যাট করতে মাঠে নামতে কিছুটা সময় নেয় । ক্রিজে নেমে ম্যাথিউস বুঝতে পেরে যে তার হেলমেটের স্ট্র্যাপটি ভেঙে গেছে।

এরপর ম্যাথিউস নতুন হেলমেটের জন্য শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ইশারা করে । দেরি হচ্ছে দেখে সাকিব তখন আম্পায়ার মারাইস ইরাসমাস কে নালিশ করে ও ম্যাথিউসকে আউট করার কথা বলে। এরপর আম্পায়ার ম্যাথিউসকে আউট দিয়ে দেয়। ম্যাথিউস,আম্পায়ার এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দীর্ঘ টানা আলোচনা হয়। অবশেষে, ম্যাথিউস ‘টাইম আউট’ হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়।

আইনে যা বলা আছে

যদিও “টাইম-আউট” খেলার প্রাচীনতম নিয়মগুলির মধ্যে একটি এবং এমনকি সারা বিশ্বে ঘরোয়া ক্রিকেটে এটির প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটারকে এই পদ্ধতিতে আউট করা হল । ঘটনাটি ঘটার পরপরই  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি বিবৃতি প্রকাশ করে এই আউটের নিয়মটি তুলে ধরে :

নিয়ম ৪০.১.১ অনুসারে উইকেট পতনের পর বা একজন ব্যাটার আউট হবার পর, ইনকামিং ব্যাটারকে, ২ মিনিটের মধ্যে ক্রিজে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। যদি ইনকামিং ব্যাটার ২ মিনিটের বল খেলায় জন্য তৈরী না হয় তবে বিপক্ষ দলের অধিনায়ক যদি আম্পায়ারের কাছে অভিযোগ করে তবে আম্পায়ার ব্যাটারকে আউট দিতে পারে। সেক্ষেত্রে আউট টিকে ‘টাইম আউট’ বলা হবে।

তবে এক্ষেত্রে ব্যাটারকে আউট করার সিদ্ধান্ত পুরোটাই ফিল্ডিং করা দলের অধিনায়কের মানসিকতার ওপর নির্ভর করে।

শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় এবং চারিথ আসালাঙ্কা ১০৫ বলে ১০৮ রান করে। আউটের বিষয়ে আসালাঙ্কা বলেন, “আমার বক্তব্য হল ম্যাথিউসের আউট ক্রিকেটের নেতিবাচক মানসিকতার পরিচয় এবং এটা ক্রিকেটার জন্য ভালো ছিল না, যদিও এটা নিয়মের মধ্যে আছে,”

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ক্রিকেট ও অধিনায়ক সাকিবের বর্তমান পরিস্থিতি কত করুন, এই আউট ডিমান্ড করা তার প্রমান।

Related Posts

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারত সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ৩৫টি পদক জিতেছে। (সোনা ১০ টি। রুপো ৯টি । ব্রোঞ্জ ১৬ টি )। ভারতীয় অলিম্পিক বিজয়ীর নামের তালিকা ১৯০০ প্যারিস অলিম্পিক সংস্করণ থেকে অলিম্পিকে ভারত যে…

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি। শুটিং:- বেলা ১২টা ৪৫ মিনিট: মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের লড়াইয়ে নামবেন এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল। দুপুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।