আন্তর্জাতিক ক্রিকেটে ‘টাইম আউট’ হওয়া প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসের বইয়ে নাম লেখালেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আজ ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপ লীগের ম্যাচ ছিল। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটনাটি ঘটেছে। ৪২ বলে ৪১ রান করে সাদিরা সামারাবিক্রমা আউট হয় । ম্যাথিউস ৬ নম্বরে ব্যাট করতে মাঠে নামতে কিছুটা সময় নেয় । ক্রিজে নেমে ম্যাথিউস বুঝতে পেরে যে তার হেলমেটের স্ট্র্যাপটি ভেঙে গেছে।
এরপর ম্যাথিউস নতুন হেলমেটের জন্য শ্রীলঙ্কার ড্রেসিংরুমে ইশারা করে । দেরি হচ্ছে দেখে সাকিব তখন আম্পায়ার মারাইস ইরাসমাস কে নালিশ করে ও ম্যাথিউসকে আউট করার কথা বলে। এরপর আম্পায়ার ম্যাথিউসকে আউট দিয়ে দেয়। ম্যাথিউস,আম্পায়ার এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দীর্ঘ টানা আলোচনা হয়। অবশেষে, ম্যাথিউস ‘টাইম আউট’ হয়ে মাঠ থেকে বেরিয়ে যায়।
আইনে যা বলা আছে
যদিও “টাইম-আউট” খেলার প্রাচীনতম নিয়মগুলির মধ্যে একটি এবং এমনকি সারা বিশ্বে ঘরোয়া ক্রিকেটে এটির প্রয়োগ করা হয়েছে, কিন্তু এটি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটারকে এই পদ্ধতিতে আউট করা হল । ঘটনাটি ঘটার পরপরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি বিবৃতি প্রকাশ করে এই আউটের নিয়মটি তুলে ধরে :
নিয়ম ৪০.১.১ অনুসারে উইকেট পতনের পর বা একজন ব্যাটার আউট হবার পর, ইনকামিং ব্যাটারকে, ২ মিনিটের মধ্যে ক্রিজে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে। যদি ইনকামিং ব্যাটার ২ মিনিটের বল খেলায় জন্য তৈরী না হয় তবে বিপক্ষ দলের অধিনায়ক যদি আম্পায়ারের কাছে অভিযোগ করে তবে আম্পায়ার ব্যাটারকে আউট দিতে পারে। সেক্ষেত্রে আউট টিকে ‘টাইম আউট’ বলা হবে।
Dramatic scenes in Delhi with Angelo Mathews becoming the first batter to be timed out in international cricket 👀
Details 👉 https://t.co/Nf8v8FItmh#BANvSL #CWC23 pic.twitter.com/VwjFfLHOQp
— ICC (@ICC) November 6, 2023
তবে এক্ষেত্রে ব্যাটারকে আউট করার সিদ্ধান্ত পুরোটাই ফিল্ডিং করা দলের অধিনায়কের মানসিকতার ওপর নির্ভর করে।
শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায় এবং চারিথ আসালাঙ্কা ১০৫ বলে ১০৮ রান করে। আউটের বিষয়ে আসালাঙ্কা বলেন, “আমার বক্তব্য হল ম্যাথিউসের আউট ক্রিকেটের নেতিবাচক মানসিকতার পরিচয় এবং এটা ক্রিকেটার জন্য ভালো ছিল না, যদিও এটা নিয়মের মধ্যে আছে,”
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ক্রিকেট ও অধিনায়ক সাকিবের বর্তমান পরিস্থিতি কত করুন, এই আউট ডিমান্ড করা তার প্রমান।