অরবিন্দ কেজরিওয়ালকে তার নিজের কু কর্মের জন্য গ্রেফতার হতে হয়েছে বলেছেন আন্না হাজারে।

শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারে প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক কর্মী এবং লোকপাল আন্দোলনের মুখ আন্না হাজারে। অরবিন্দ কেজরিওয়ালকে তার নিজের কু কর্মের জন্য গ্রেফতার হতে হয়েছে বলেছেন আন্না হাজারে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আন্না হাজারে বলেছেন, “আমি খুব বিরক্ত যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আমার সাথে কাজ করতেন, মদের বিরুদ্ধে আওয়াজ তুলতেন, তিনি এখন মদের নীতি তৈরি করছেন। আমি এতে বিরক্ত। অরবিন্দ কেজরিওয়ালকে তার নিজের কু কর্মের জন্য গ্রেফতার হতে হয়েছে। যদি সে এই কাজগুলো না করত, তাকে গ্রেফতার করা হতো না।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার রাত ৯:০৬ টায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছিল। দিল্লি আবগারি নীতির দুর্নীতি মামলার সাথে সম্পর্কিত তদন্ত সংস্থার ১২ সদস্যের একটি দল তার বাসভবনে ২ ঘন্টাব্যাপী তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন : অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ মদ নীতি মামলায় তাঁকে গ্রেফতার করলো।

কেজরিওয়াল হলেন আম আদমি পার্টির (এএপি) চতুর্থ বড় নেতা যাকে কেলেঙ্কারিতে গ্রেপ্তার করা হলো। অরবিন্দ কেজরিওয়াল বাদে বাকি তিনজন হচ্ছেন মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং এবং সত্যেন্দ্র জৈন।

কাল রাতে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা সুপ্রিম কোর্টের দারস্ত হন। সুপ্রিম কোর্ট কাল রাতে মামলাটি শোনার অনুমতি দেয় নি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ সুপ্রিম কোর্ট থেকে গ্রেপ্তারের বিরুদ্ধে তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। কেজরিওয়ালের আইনজীবীরা আবেদন প্রত্যাহার করার কারণ হিসেবে জানিয়েছেন প্রথমে তাঁরা নিম্ন আদালতে গিয়ে আইনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।

কেজরিওয়ালের আইনজীবী শীর্ষ আদালতকে বলেছেন যে তারা ট্রায়াল কোর্টে তার মুক্তির জন্য লড়াই করবেন।

Exit mobile version