১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জয়। পলক গুলিয়া সোনা জিতলেন। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা পলকের ।
পলক সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। গেমসের রেকর্ড (২৪০.৩) ভেঙে দেন তিনি।
রুপো পেলেন এষা সিংহ। এষা পান ২৩৯.৭ পয়েন্ট।
আরও পড়ুন: ভারতের সপ্তম সোনা। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে বিশ্ব রেকর্ড।
আরও পড়ুন: ভারতের ষষ্ঠ সোনা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে।
Esha Singh –
Palak Gulia –Just the number of medals these two girls have added to #TeamIndia's tally
Humare athletes hai zidd pe sawar, iss baar medals
paar
#SonySportsNetwork #Cheer4India #PalakGulia #EshaSingh #Hangzhou2022 #IssBaar100Paar | @singhesha10… pic.twitter.com/B3hT1h1goL
— Sony Sports Network (@SonySportsNetwk) September 29, 2023
ফাইনালের প্রথম থেকেই পলক এবং এষা প্রথম তিনের মধ্যে ছিল। প্রথম তিনে ছিল ভারতের পলক ও ইশা আর পাকিস্তানের কিশমালা। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। কিন্তু কে কোন পদক পাবেন তা তখন নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ১৭ বছরের পলকই সোনা জিতে নেন।