নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশী ব্যাটার মুশফিকুর রহিম অবস্ট্রাকটিং দি ফিল্ড এ আউট।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশের মুশফিকুর রহিম “অবস্ট্রাকটিং দি ফিল্ড” নিয়মে আউট হল।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ১৫ রানের বেশি করতে পারে নি তাই মধ্যাহ্নভোজ হওয়া পর্যন্ত বাংলাদেশের রান ৪ উইকেটে ৮০ ছিল।

ঘটনার সময় মুশফিকুর রহিম ৩৫ রানে ব্যাট করছিল। কাইল জেমিসনের একটি বলে মুশফিক ডিফেন্স করে। বলটি বাউন্স হওয়ার সাথে সাথে মুশফিকুর তার গ্লাভস দিয়ে বলটিকে দূরে সরিয়ে দেয় । বলটি হাতে করে সরাবার কোন প্রয়োজন ছিল না কারণ বলটি পিচের বাইরে চলে যাচ্ছিল।

নিউজিল্যান্ডের বোলার ও ফিল্ডাররা আম্পায়ারের কাছে আউটের আবেদন করে। দুজন ফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করার পর সঠিক সিদ্ধান্ত নেবার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠায়। তৃতীয় আম্পায়ার টিভি রিপ্লে দেখে ব্যাটারকে আউট দেয়। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশী ব্যাটার যে ‘হ্যান্ডেলিং দা বল’ বা “অবস্ট্রাকটিং দি ফিল্ড”এ আউট হলো।

মুশফিকুর এর আগেও ইনিংসের ২৯তম ওভারে, টিম সাউদির একটি বাউন্স করা বল কে হাত দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করেছিল। কিন্তু সেবার বল তার হাতে টাচ করেনি।

মুশফিকুর আকস্মিকভাবে উইকেট ছুঁড়ে দেওয়ার পর বাংলাদেশ শেষ পর্যন্ত ১৭২ রানে অলআউট হয়ে যায়। স্পিনার – গ্লেন ফিলিপস (৩-৩১), মিচেল স্যান্টনার (৩-৬৫), এবং আজাজ প্যাটেল (২-৫৪) – আট উইকেট নেয়।

ইন্টারন্যাশনাল ক্রিকেটে ‘হ্যান্ডেলিং দা বল’ বা ‘অবস্ট্রাকটিং দি ফিল্ড’ এ আউট হওয়া ব্যাটাররা হলো

১) রাসেল এন্ডেন  – সাউথ আফ্রিকা
২) এন্ড্রু হিল্ডিচ  – অস্ট্রেলিয়া
৩) মহসিন খান  – পাকিস্তান
৪) ডেসমন্ড হেন্স  – ওয়েস্ট ইন্ডিজ
৫) মহিন্দর অমরনাথ  – ভারত
৬) গ্রাহম গুচ  – ইংল্যান্ড
৭) দেরিল কুলিনান  – সাউথ আফ্রিকা
৮) স্টিভ ওয়া  – অস্ট্রেলিয়া
৯) মাইকেল ভাগান  – ইংল্যান্ড
১০) চামু চিভাভা  – জিম্বাবুয়ে
১১) ইনজামাম উল হক  – পাকিস্তান
১২) মুশফিকুর রহিম  – বাংলাদেশ

Exit mobile version