শুভমান গিলের স্বাস্থ্য সম্বন্ধে আপডেট দিল BCCI। আফগানিস্তানের বিরুদ্ধে কি খেলতে পারবে শুভমান।

আইসিসি বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য শুভমান গিল দিল্লি যাচ্ছে না। তার ডেঙ্গু ধরা পড়ে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচে শুভমান টিমের বাইরে ছিল।

শুভমান গিলের স্বাস্থ্য আপডেট

বিসিসিআই জানিয়েছে ৯ই অক্টোবর ২০২৩-এ দলের সাথে শুভমান দিল্লিতে যাবে না ও আফগানিস্তানের বিরুদ্ধে দলের পরবর্তী ম্যাচটি খেলবে না। শুভমান মেডিকেল টিমের তত্ত্বাবধানে চেন্নাইয়ে থাকবে।

চেন্নাইতে নামার পর থেকে শুভমানের প্রচন্ড জ্বর হয়েছে। তার পরীক্ষা করার পর ডেঙ্গু শনাক্ত হয়েছে। ১১ই অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে শুভমানকে টিমে পাচ্ছে না ভারত। ১৪ ই অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামবে ভারত। শুভমানের শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে পাকিস্তানের বিরুদ্ধে সে মাঠে থাকবে কিনা।
অগণিত ক্রিকেটপ্রেমী মানুষ শুভমানের সুস্থতা কামনা করছে।

Exit mobile version