বর্ধমানের নতুন জেলাশাসক হচ্ছেন বিধানচন্দ্র রায়।

পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন করলো নবান্ন। গত কয়েকদিন ধরে রাজ্যের পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক পদাধিকারীদের রদবদল করা হচ্ছে । এবার করা হলো বীরভূম ও পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন। বর্ধমানের নতুন জেলাশাসক হচ্ছেন বিধানচন্দ্র রায়। এর আগে তিনি বীরভূম জেলার জেলাশাসকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে পূর্ব বর্ধমান থেকে বীরভূমের জেলাশাসক হিসাবে পাঠানো হয়েছে। ৩১শে জানুয়ারি বুধবার দুই জেলার জেলাশাসকদের স্থান পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন।

প্রায় তিন বছর বীরভূমের দায়িত্ব সামলেছেন বিধানচন্দ্র রায়। অন্যদিকে পূর্ব বর্ধমানের পূর্বতন জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার জায়গায় জেলাশাসক হিসেবে পূর্ণেন্দু কুমার মাজি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বর্ধমানের জেলাশাসক হিসেবে মাত্র সাড়ে চার মাস দায়িত্বে ছিলেন।

পূর্ব বর্ধমান জেলায় শেষ ১০ জেলাশাসকের তালিকা

 

১. পূর্ণেন্দু মাজী, ডব্লিউবিসিএস (ইএক্সই)

প্রথম দিন – ১২/০৯/২০২৩
শেষ দিন – বর্তমান

২. শ্রীমতী প্রিয়াংকা সিংলা, আইএএস

প্রথম দিন – ০৯/০৪/২০২১
শেষ দিন – ১১/০৯/২০২৩

৩. মহঃ এনাউর রহমান, ডব্লিউবিসিএস (ইএক্সই)

প্রথম দিন – ০৬/১১/২০২০
শেষ দিন – ০৮/০৪/২০২১

৪. শ্রী বিজয় ভারতী, আইএএস

প্রথম দিন – ৩১/০৫/২০১৯
শেষ দিন – ০৫/১১/২০২০

৫. শ্রী অনুরাগ শ্রীবাস্তব, আইএএস

প্রথম দিন – ১১/০৩/২০১৭
শেষ দিন – ৩১/০৫/২০১৯

৬. ডঃ. সৌমিত্র মোহন, আইএএস

প্রথম দিন – ১৩/০৮/২০১৩
শেষ দিন – ১০/০৩/২০১৭

৭. শ্রী ওঙ্কার সিংহ মীনা, আইএএস

প্রথম দিন – ২৭/০৩/২০১০
শেষ দিন – ১২/০৮/২০১৩

৮. শ্রী রাজেশ কুমার সিনহা, আইএএস

প্রথম দিন – ০১/০৬/২০০৯
শেষ দিন – ২৬/০৩/২০১০

৯. শ্রী মনীশ জৈন, আইএএস

প্রথম দিন – ২৮/০৯/২০০৬
শেষ দিন – ৩১/০৫/২০০৯

১০. শ্রী সুব্রত গুপ্ত, আইএএস

প্রথম দিন – ৩১/১০/২০০৩
শেষ দিন – ২৭/০৯/২০০৯ 

 

Related Posts

ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের।সম্প্রীতি দীর্ঘজীবী হোক বলছেন অনেকেই।

 ভোটের দিনে মধুর আলিঙ্গন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের। গত একমাসের ভোটের প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপি প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষ একে অপর কে যে…

হাওয়ার খবর কি? কার পক্ষে কার বিপক্ষে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে পরিচিত হয়ে নিন।

তৃণমূল,বিজেপি ও বামফ্রন্ট বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে।  হাওয়ার খবর কি? কার পক্ষে কার বিপক্ষে। আপনার কেন্দ্রের প্রার্থীদের সঙ্গে পরিচিত হয়ে নিন। কীর্তি আজাদ কীর্তিবর্ধন ভাগবত ঝা আজাদ একজন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

আজ থেকে ট্রেনের টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন। জেনে নিন তার নিয়ম কানুন।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

ভারতীয় অলিম্পিক পদক বিজয়ীদের একটি বিস্তৃত তালিকা।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

রবিবার প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনে (২৮ জুলাই) ভারতের সূচি।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।

অলিম্পিক্সে জিতলেন লক্ষ্য, সাত্ত্বিক-চিরাগ, শুটিংয়ে পদকের লড়াইয়ে মনু, হকিতেও জয় ভারতের।