পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন করলো নবান্ন। গত কয়েকদিন ধরে রাজ্যের পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক পদাধিকারীদের রদবদল করা হচ্ছে । এবার করা হলো বীরভূম ও পূর্ব বর্ধমানের জেলাশাসক পরিবর্তন। বর্ধমানের নতুন জেলাশাসক হচ্ছেন বিধানচন্দ্র রায়। এর আগে তিনি বীরভূম জেলার জেলাশাসকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজিকে পূর্ব বর্ধমান থেকে বীরভূমের জেলাশাসক হিসাবে পাঠানো হয়েছে। ৩১শে জানুয়ারি বুধবার দুই জেলার জেলাশাসকদের স্থান পরিবর্তনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন।
প্রায় তিন বছর বীরভূমের দায়িত্ব সামলেছেন বিধানচন্দ্র রায়। অন্যদিকে পূর্ব বর্ধমানের পূর্বতন জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার জায়গায় জেলাশাসক হিসেবে পূর্ণেন্দু কুমার মাজি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বর্ধমানের জেলাশাসক হিসেবে মাত্র সাড়ে চার মাস দায়িত্বে ছিলেন।
পূর্ব বর্ধমান জেলায় শেষ ১০ জেলাশাসকের তালিকা
১. পূর্ণেন্দু মাজী, ডব্লিউবিসিএস (ইএক্সই)
প্রথম দিন – ১২/০৯/২০২৩
শেষ দিন – বর্তমান
২. শ্রীমতী প্রিয়াংকা সিংলা, আইএএস
প্রথম দিন – ০৯/০৪/২০২১
শেষ দিন – ১১/০৯/২০২৩
৩. মহঃ এনাউর রহমান, ডব্লিউবিসিএস (ইএক্সই)
প্রথম দিন – ০৬/১১/২০২০
শেষ দিন – ০৮/০৪/২০২১
৪. শ্রী বিজয় ভারতী, আইএএস
প্রথম দিন – ৩১/০৫/২০১৯
শেষ দিন – ০৫/১১/২০২০
৫. শ্রী অনুরাগ শ্রীবাস্তব, আইএএস
প্রথম দিন – ১১/০৩/২০১৭
শেষ দিন – ৩১/০৫/২০১৯
৬. ডঃ. সৌমিত্র মোহন, আইএএস
প্রথম দিন – ১৩/০৮/২০১৩
শেষ দিন – ১০/০৩/২০১৭
৭. শ্রী ওঙ্কার সিংহ মীনা, আইএএস
প্রথম দিন – ২৭/০৩/২০১০
শেষ দিন – ১২/০৮/২০১৩
৮. শ্রী রাজেশ কুমার সিনহা, আইএএস
প্রথম দিন – ০১/০৬/২০০৯
শেষ দিন – ২৬/০৩/২০১০
৯. শ্রী মনীশ জৈন, আইএএস
প্রথম দিন – ২৮/০৯/২০০৬
শেষ দিন – ৩১/০৫/২০০৯
১০. শ্রী সুব্রত গুপ্ত, আইএএস
প্রথম দিন – ৩১/১০/২০০৩
শেষ দিন – ২৭/০৯/২০০৯