প্রথম দফায় বাংলার ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। দিলীপ ঘোষের কেন্দ্র পরিবর্তন করা হলো। এবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। তবে আসানসোল, বীরভূম, ঝাড়গ্রাম ও ডায়মন্ড হারবার এর প্রার্থী এখনো ঘোষণা হয়নি।
উল্লেখযোগ্যভাবে বিজেপি বসিরহাটের প্রার্থী করলো সন্দেশখালিরই এক গৃহবধূকে। নাম তাঁর রেখা পাত্র। সন্দেশখালির ঘটনায় এই রেখাই এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে।
কারা কারা রয়েছেন বিজেপির এই প্রার্থী তালিকায়? নীচে সম্পূর্ণ তালিকা দেওয়া হল—
- উত্তর কলকাতা – তাপস রায়
- দক্ষিণ কলকাতা—দেবশ্রী চৌধুরী
- দমদম – শীলভদ্র দত্ত
- ব্যারাকপুর – অর্জুন সিংহ
- বর্ধমান দূর্গাপুর – দিলীপ ঘোষ
- বর্ধমান পূর্ব – অসীম সরকার
- মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল
- রায়গঞ্জ – কার্তিক পাল
- শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস
- আরামবাগ – অরূপকান্তি দিগার
- তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- বসিরহাট – রেখা পাত্র
- বারাসত – স্বপন মজুমদার
- কৃষ্ণনগর – অমৃতা রায়
- জলপাইগুড়ি – জয়ন্ত রায়
- দার্জিলিং – রাজু বিস্তা
- জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ
- মথুরাপুর – অশোক পুরকাইত
- উলুবড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী