ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থী ঘোষণা।

ভোট ঘোষণার আগেই প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। আজ শনিবার যে ১৯৫ জন প্রার্থীর নাম  ঘোষনা করেছে বিজেপি, সেখানে উল্লেখযোগ্যভাবে ২৮ জন মহিলা প্রার্থীর নাম রয়েছে।

উত্তরপ্রদেশের ৫১টি, পশ্চিমবঙ্গের ২০টি, মধ্যপ্রদেশের ২৪টি, গুজরাট ও রাজস্থানের ১৫টি করে , কেরল থেকে ১২টি, তেলেঙ্গানার ৯টি আসন, আসামের ১১টি, ঝাড়খন্ড ও ছত্তিশগড় থেকে ১১টি করে ,দিল্লির ৫টি , J&K থেকে ২টি , উত্তরাখণ্ডের ৩টি , অরুণাচল প্রদেশের ২টি এবং গোয়া, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর এবং দমন ও দিউ থেকে ১টি করে আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

 ➡ লখনউ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 ➡ উত্তরপ্রদেশের আমেঠি থেকে লড়বেন স্মৃতি ইরানি।

 ➡ মধ্যপ্রদেশের গুনা থেকে লোকসভা নির্বাচনে লড়বেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

পশ্চিমবাংলার প্রার্থী তালিকা

বারাণসীতে প্রার্থী মোদী

বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ এবং ২০১৯ সালে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

মধ্যপ্রদেশে থেকে প্রার্থী শিবরাজ সিংহ চৌহান

মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন জিতলেও শিবরাজ সিংহ চৌহানকে মুখ্যমন্ত্রী করা হয়নি। এ বার তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করল বিজেপি। মধ্যপ্রদেশের বিদিশা থেকে তাকে লোকসভা ভোটের প্রার্থী করা হলো ।

গান্ধীনগর থেকে অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন।

 

Exit mobile version