আজ শেষ হলো লোকসভা ভোটের সপ্তম দফার ভোট গ্রহণ। ভোট বাক্সে বন্দী হলো প্রার্থীদের ভাগ্য। ভোট গণনা হবে ৪ঠা জুন। বাংলায় এবার ভোট যুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, দেব, হীরণের মতো তারকা প্রার্থীরা রয়েছেন। তাঁদের ভাগ্যে কী রয়েছে সেটা বুঝা যাবে চার তারিখে ভোট বাক্স খুললে।
বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী কি জিতে ষষ্ঠবারের জন্য লোকসভায় যাবেন? না কি তাঁর জায়গা দখল করবে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটের বাইশ গজে নবাগত ইউসুফ পাঠান?
ভোটগ্রহণ শেষ হতে না হতেই আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষা। এই সমীক্ষা গুলির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হুবহু মিলে গেছে সমীক্ষা ও গণনার ফল। আবার বেশিরভাগ ক্ষেত্রে গণনার ফলের ধারে কাছেও যেতে পারিনি সমীক্ষা।
এবারের লোকসভা ভোটে বুথ ফেরত বিভিন্ন সমীক্ষায় পশ্চিম বাংলার ৪২টি সিটের কিছু ট্রেন্ড ধরা পড়েছে। বাংলায় ৪০ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারের সময় একাধিক সভা থেকে দাবি করেছিলেন বাংলা থেকে এবার ৩০ টিরও বেশি আসন পাবে বিজেপি।
নিচে কিছু সমীক্ষার ফল দেওয়া হল –