সিএএ এর বিজ্ঞপ্তি জারি হল। চালু হল নাগরিকত্ব সংশোধন আইন।

সিএএ এর বিজ্ঞপ্তি জারি হল। এই বিজ্ঞপ্তি জারি হবার পরেই কার্যকর হলো সিএএ (CAA)।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ( CAA ) কি?

 নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ( CAA ) ভারতের পার্লামেন্টে গত ১১ই ডিসেম্বর ২০১৯ তারিখে পাস হয় এই আইন । এটি নাগরিকত্ব আইন, ১৯৫৫ এর সংশোধন। এই আইনের দ্বারা, হিন্দু , শিখ , বৌদ্ধ , জৈন , পার্সি বা খ্রিস্টান যারা ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান , বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

বিলটি ১৭ তম লোকসভায় ৯ই ডিসেম্বর ২০১৯ -এ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা উত্থাপন করা হয় এবং ১০ই ডিসেম্বর ২০১৯ বিলটি পাস হয়। সংসদে ভোটাভুটিতে পক্ষে ভোট দিয়েছিলেন ৩১১ জন এবং বিপক্ষে ৮০ জন।

১১ই ডিসেম্বর ২০১৯ রাজ্যসভায় পক্ষে ১২৫টি ভোট এবং বিপক্ষে ১০৫টি ভোটে বিলটি পাস হয়। যে দলগুলো ক্ষমতাসীন জোটে না থাকা সত্ত্বেও পক্ষে ভোট দিয়েছে তাদের মধ্যে রয়েছে JD(U) , AIADMK , BJD , TDP এবং YSRCP ।

১২ই ডিসেম্বর ২০১৯ ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্মতি পাওয়ার পর, বিলটি একটি আইনের মর্যাদা পায়।

ধর্মীয় নির্যাতনের কারণে যারা ভারতবর্ষে এসেছেন তারা কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাবেন তার সম্পূর্ণ রুল আজ প্রকাশিত হলো।

Exit mobile version