মহাকাশ বিজ্ঞানের অসাধ্য সাধন করল ইসরো। লেন্ডার বিক্রমের দ্বিতীয়বার সফল অবতরণ।
লেন্ডার বিক্রম ঘুমিয়ে পড়ার আগে ইসরো এই ঘটনাটি ঘটালো।
সোমবার ইসরো জানিয়েছে লেন্ডার বিক্রম চাঁদের মাটিতে তার সমস্ত কার্যক্রম শেষ করেছে। ঘুমিয়ে পড়ার আগে ইসরো বিজ্ঞানীরা কমান্ড এর সাথে লেন্ডার বিক্রমের ইঞ্জিন স্টার্ট করে বিক্রম কে অবতরণ স্থান থেকে ৪০ সেন্টিমিটার ওপরে তুলে নিয়ে অবতরণ স্থান থেকে ৩০-৪০ সেন্টিমিটার দূরে আবার অবতরণ করান।
এই ‘ কিক- স্টার্ট ‘ পরবর্তীকালে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা বা মানব মিশন কে সম্পন্ন করতে সাহায্য করবে।
প্রথমে ৱ্যাম্প, chaSTE, ILSA ভাঁজ করা হয়। পরীক্ষা চালানোর পর ( অবতরণের পর ) আবার ৱ্যাম্প, chaSTE, ILSA পুনরায় সফলভাবে স্থাপন করা হয়।সমস্ত সিস্টেম সঠিকভাবে কাজ করছে বলে ইসরো বিজ্ঞানীরা জানিয়েছেন।

লেন্ডার বিক্রমের ক্যামেরায় উত্তোলন ও দ্বিতীয়বার সফল অবতরণ স্পষ্ট দেখা যাচ্ছে।

https://twitter.com/isro/status/1698570774385205621

হপ টেস্ট করার পর ভারতীয় সময় আটটায় বিক্রম লেন্ডার এর স্লিপ মোড সেট করা হয়। লেন্ডারের পে লোড সুইচ অফ ও রিসিভার অন রাখা হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন সৌরশক্তি ও ব্যাটারি শেষ হয়ে গেলে বিক্রম প্রজ্ঞান এর সাথে ঘুমিয়ে পড়বে। ২২শে সেপ্টেম্বর নতুন কিছু ঘটবে বলে ইসরো বিজ্ঞানীরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *