পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর। দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা।

পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হবে, যার ফলাফল ঘোষণা হবে ২৩শে নভেম্বর। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল সিতাই (SC), মাদারিহাট (ST), নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা৷

এই উপনির্বাচনকে তৃণমূলের অগ্নিপরীক্ষা বলে মনে করছেন অনেকেই। বেশিরভাগ সময় উপনির্বাচনের ফল শাসকদলের পক্ষে যায়। যে ৬টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে ৫টি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। বর্তমান পরিস্থিতিতে ছয়ে ছয়ের নীচে ফল হলেই আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরও চেপে ধরবে বিরোধীদল। তাই ভোটের রেজাল্ট ৬-০ করে তৃণমূল প্রমাণ করতে চাইছে আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলনে কোনও প্রভাব ফেলেনি সাধারণ মানুষের মধ্যে।

কেন্দ্র, দলের নাম, ও প্রার্থী তালিকা নিচে দেওয়া হল-

সিতাই (SC) (কোচবিহার)

মাদারিহাট (ST) (আলিপুরদুয়ার)

নৈহাটি

হাড়োয়া (উত্তর ২৪ পরগনা)

মেদিনীপুর

তালডাংরা (বাঁকুড়া)

আরও পড়ুন : ইরানে বোমা হামলা ইসরায়েলের। বিশ্বযুদ্ধের আশঙ্কা।

Exit mobile version