চীনের অর্থনীতিতে ধস। চীনা মোবাইলের বিক্রি নেই ভারতে। মোবাইল আমদানি ‘জিরো’তে নামিয়েছে ভারত।

মোবাইল ম্যানুফ্যাকচারিং শিল্পে ভারতের অগ্রগতি পড়শী দেশ চীনকে চিন্তায় রেখেছে। চীনে অবস্থিত মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির আজ প্রথম পছন্দ ভারত।

ভারতের বাজার ও সরকারের তরফ থেকে দেওয়া সুবিধার জন্য ২০১৪ সালের পর থেকে ভারতে মোবাইল ম্যানুফ্যাকচারিং এ উল্লেখযোগ্য গতি এসেছে।

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব, মোবাইল শিল্পে ভারতের অগ্রগতি বর্ণনা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

মন্ত্রী বৈষ্ণব এক্স-এ পোস্ট করেছেন, “মোবাইল শিল্পের প্রগতি পর্যালোচনা করুন। ৯ বছরে শিল্প ২০ গুণ বেড়েছে। ২০১৪ সালে ভারতে বিক্রিত হওয়া মোবাইলের ৭৮ শতাংশ আমদানি করা হত কিন্তু ২০২৩ সালে মোট বিক্রিত মোবাইলের ৯৯.২ শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া'”।

২০১৪ সালের আগে ভারতে যে ৭৮% মোবাইল আমদানি হতো তার বেশিরভাগ আনা হতো চীন থেকে। মোবাইল শিল্পে চিনা কোম্পানির বাড়বাড়ন্ত তখন চোখে পড়ার মত ছিল।

ভারতের শীর্ষ ২ টি বৃহত্তম মোবাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট

স্যামসাং

স্যামসাং ভারতে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৮১-এ বিশ্বের বৃহত্তম মোবাইল উৎপাদন কারখানা গুলির মধ্যে একটি স্থাপন করেছে৷ স্যামসাং নয়ডার প্ল্যান্টটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত করেছিল রেফ্রিজারেটর এবং ফ্ল্যাট-স্ক্রিন টেলিভিশন তৈরি কারার জন্য। পরে ওখানেই স্মার্টফোন তৈরি করা শুরু হয়। ২০১৪ সালের পরে স্মার্টফোন তৈরিতে গতি আসে।দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক্স জায়ান্ট গত বছর বিদ্যমান প্ল্যান্টটিকে আরও ৩৫ একর সম্প্রসারণের জন্য ৪৯১৫ কোটির নতুন বিনিয়োগের ঘোষণা করেছে । এর অর্থ ছিল মোবাইল ফোন উৎপাদন ক্ষমতা কয়েকগুণ বাড়ানো হবে।

অ্যাপল

Foxconn পৃথিবীর বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স দ্রব্য প্রস্তুতকারক সংস্থা তাদের স্মার্টফোন উৎপাদনকে বাড়ানোর জন্য ব্যাঙ্গালোরের উপকণ্ঠে ৩৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১.২ মিলিয়ন বর্গমিটা জমি কিনেছে। Foxconn ২০১৯ সাল থেকে ভারতে apple এর স্মার্টফোন তৈরি করছে।তামিলনাড়ু রাজ্যের একটি শিল্প শহর শ্রীপেরামবুদুরের এই কারখানা কমপ্লেক্সটি চীনের বাইরে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইফোন এসেম্বেল কেন্দ্রগুলির মধ্যে একটি। প্রায় ১৭,০০০ জন কর্মী প্রতি বছর ৬০ লক্ষ আইফোন তৈরি করে।

ভারত এখন পৃথিবীতে দ্বিতীয় মোবাইল প্রস্তুতকারক দেশ। আগের বছর ভারতে মোট মোবাইল হ্যান্ডসেট তৈরি হয়েছিল ২৫ কোটি। তার তুলনায় এ বছর ২৭ কোটি মোবাইল তৈরি করেছে ভারত। তৈরি হওয়া এই বিশাল অংকের হ্যান্ডসেটের মধ্যে ভারতের বাজারে বিক্রি হয়েছে ৮০ শতাংশ ও রপ্তানি হয়েছে ২০ শতাংশ।

Exit mobile version