শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন।

সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড।

এই নিয়ে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে না আয়োজক দেশ। ১৯৯৬ সালে শেষবার সেটা হয়েছিল। সেই ম্যাচেও মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। খেলা হয়েছিল আমদাবাদে।

ফাইনাল আমেদাবাদে হলেও একটি সেমিফাইনাল পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। অপর সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সবমিলিয়ে ভারতের ১২টি মাঠে বিশ্বকাপের ম্যাচ হবে।

২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পুরো সূচি

ম্যাচ সংখ্যা তারিখ প্রতিদ্বন্দ্বী দেশ স্থান সময় (ভারতীয়)
 ৫ অক্টোবর  ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড  আমদাবাদ দুপুর ২:০০
৬ অক্টোবর  পাকিস্তান বনাম নেদারল্যান্ড হায়দরাবাদ দুপুর ২:০০
৭ অক্টোবর  বাংলাদেশ বনাম আফগানিস্তান ধরমশালা সকাল ১০:৩০
৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকা দিল্লি দুপুর ২:০০
৮ অক্টোবর  ভারত বনাম অস্ট্রেলিয়া চেন্নাই দুপুর ২:০০
৯ অক্টোবর  নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড হায়দরাবাদ দুপুর ২:০০
১০ অক্টোবর  ইংল্যান্ড বনাম বাংলাদেশ ধরমশালা দুপুর ২:০০
১০ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলংকা হায়দরাবাদ দুপুর ২:০০
১১ অক্টোবর  ভারত বনাম আফগানিস্তান দিল্লি দুপুর ২:০০
১০ ১২ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা লখনউ দুপুর ২:০০
১১ ১৩ অক্টোবর নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ চেন্নাই দুপুর ২:০০
১২ ১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান আমদাবাদ দুপুর ২:০০
১৩ ১৫ অক্টোবর ইংল্যান্ড বনাম আফগানিস্তান দিল্লি দুপুর ২:০০
১৪ ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা লখনউ দুপুর ২:০০
১৫ ১৭ অক্টোবর  দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ড ধরমশালা দুপুর ২:০০
১৬ ১৮ অক্টোবর  নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান চেন্নাই দুপুর ২:০০
১৭ ১৯ অক্টোবর  ভারত বনাম বাংলাদেশ পুণে দুপুর ২:০০
১৮ ২০ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান বেঙ্গালুরু দুপুর ২:০০
১৯ ২১ অক্টোবর নেদারল্যান্ড  বনাম শ্রীলংকা লখনউ সকাল ১০:৩০
২০ ২১ অক্টোবর  ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা মুম্বই দুপুর ২:০০
২১ ২২ অক্টোবর  ভারত বনাম নিউজিল্যান্ড ধরমশালা দুপুর ২:০০
২২ ২৩ অক্টোবর পাকিস্তান বনাম আফগানিস্তান চেন্নাই দুপুর ২:০০
২৩ ২৪ অক্টোবর  দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ মুম্বই দুপুর ২:০০
২৪ ২৫ অক্টোবর  অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড দিল্লি দুপুর ২:০০
২৫ ২৬ অক্টোবর  ইংল্যান্ড বনাম শ্রীলংকা বেঙ্গালুরু দুপুর ২:০০
২৬ ২৭ অক্টোবর, পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা চেন্নাই দুপুর ২:০০
২৭ ২৮ অক্টোবর  অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ধরমশালা সকাল ১০:৩০
২৮ ২৮ অক্টোবর নেদারল্যান্ড বনাম বাংলাদেশ কলকাতা দুপুর ২:০০
২৯ ২৯ অক্টোবর  ভারত বনাম ইংল্যান্ড লখনউ দুপুর ২:০০
৩০ ৩০ অক্টোবর  আফগানিস্তান বনাম শ্রীলংকা পুণে দুপুর ২:০০
৩১ ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ কলকাতা দুপুর ২:০০
৩২ ১ নভেম্বর  নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা পুণে দুপুর ২:০০
৩৩ ২ নভেম্বর ভারত বনাম শ্রীলংকা মুম্বই দুপুর ২:০০
৩৪ ৩ নভেম্বর নেদারল্যান্ড বনাম আফগানিস্তান লখনউ দুপুর ২:০০
৩৫ ৪ নভেম্বর  নিউজিল্যান্ড বনাম পাকিস্তান বেঙ্গালুরু সকাল ১০:৩০
৩৬ ৪ নভেম্বর  ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া আমদাবাদ দুপুর ২:০০
৩৭ ৫ নভেম্বর  ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কলকাতা দুপুর ২:০০
৩৮ ৬ নভেম্বর  বাংলাদেশ বনাম শ্রীলংকা দিল্লি দুপুর ২:০০
৩৯ ৭ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, মুম্বই দুপুর ২:০০
৪০ ৮ নভেম্বর  ইংল্যান্ড বনাম নেদারল্যান্ড পুণে দুপুর ২:০০
৪১ ৯ নভেম্বর  নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা বেঙ্গালুরু দুপুর ২:০০
৪২ ১০ নভেম্বর  দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান আমদাবাদ দুপুর ২:০০
৪৩ ১১ নভেম্বর অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ পুণে সকাল ১০:৩০
৪৪ ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান কলকাতা দুপুর ২:০০
৪৫ ১২ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ড বেঙ্গালুরু দুপুর ২:০০
৪৬ ১৫ নভেম্বর  প্রথম সেমিফাইনাল (প্রথম দল বনাম চতুর্থ দল) মুম্বই দুপুর ২:০০
৪৭ ১৬ নভেম্বর  দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় দল বনাম তৃতীয় দল) কলকাতা দুপুর ২:০০
৪৮ ১৯ নভেম্বর  ফাইনাল (প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী) আমদাবাদ দুপুর ২:০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *