এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ২০তম সোনা।স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জিতলেন দীপিকা পাল্লিকেল এবং হরিন্দর পাল সিংহ সান্ধু।

এশিয়ান গেমসে ২০তম সোনা জিতল ভারত। স্কোয়াশের মিক্সড ডাবলস ফাইনালে দীপিকা পল্লীকাল এবং হরিন্দর পাল সিংহ সান্ধু। স্কোয়াশে এটি দ্বিতীয় সোনা। ফাইনালে তাঁরা মালয়েশিয়ার হারালেন ১১-১০, ১১-১০ পয়েন্টে।আরও একটি পদক নিশ্চিত করেছেন সৌরভ ঘোষাল।

আরও পড়ুন : ভারতের ১৯তম ও তীরন্দাজিতে দ্বিতীয় সোনা।

মালয়েশিয়ার আজ়মান আইফা এবং মহম্মদ কামালের কাছে ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকা হারিন্দর জুটি।একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে পড়ে । অনবদ্য লড়াই করে ম্যাচে ফিরে আসে ও ১১-১০,১১-১০ এ ফাইনাল জিতে নেয় দীপিকা এবং হরিন্দর। স্কোয়াশে দুটি সোনা সহ চার টি পদক জিতল ভারত। ভারতের এখন পর্যন্ত সোনা হল ২০ টি।

Exit mobile version