ISRO এর রোডম্যাপ তৈরি। ‘ভারতীয় মহাকাশ স্টেশন’ ২০৩৫ এ। ২০৪০ এর মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভারতের মহাকাশ গবেষণা ও আগামী মহাকাশ অভিযানগুলো নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ইসরো কর্তাদের সঙ্গে।

মূলত গগনযান মিশনের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় সেই মিটিংয়ে। সেই সঙ্গেই চাঁদে প্রথম ভারতীয় পাঠানো নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চন্দ্রযান-৩ মিশন সফল হওয়ার পরে এবার ইসরোর পরবর্তী লক্ষ্য চাঁদে মানুষ পাঠানো। প্রথম কোনও ভারতীয়ের পা পড়বে চাঁদের মাটিতে, এই লক্ষ্য নিয়েই চন্দ্রযানের পরবর্তী গগনযান মিশন নিয়ে তোড়জোড় চলছে ইসরোর অন্দরে।

গগনযান মিশনের আগে ২০টি টেস্ট ও তিনটি হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকল তৈরির পরিকল্পনা নিয়েও কথাবার্তা চলছে। ২০২৫ সালের মধ্যে এই মিশনকে বাস্তবায়িত করার ব্যাপারে সবরকম প্রস্তুতি তৈরী।

সাম্প্রতিক চন্দ্রযান-৩ এবং আদিত্য এল1 মিশন সহ ভারতীয় মহাকাশ উদ্যোগের সাফল্যের উপর ভিত্তি করে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভারতের এখন নতুন এবং উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলি স্থির করা উচিত, যার মধ্যে ২০৩৫ সালের মধ্যে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ (ভারতীয় মহাকাশ স্টেশন) স্থাপন করা  এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে প্রথম মানুষ পাঠানো।

ইসরোর গগনযান মিশন হল ভারতীয় স্পেস স্টেশন তৈরির প্রথম ধাপ। গগনযানে চেপে নভশ্চরা মহাকাশে ঘুরে বেড়াবেন এবং মহাকাশের হাল হকিকত খতিয়ে দেখে আসবেন। ওজন হবে ২০ টনের মতো। ভেতরে প্রাথমিকভাবে তিনটে ঘর থাকবে। তিনজন নভশ্চরের থাকার মতো জায়গা থাকবে। নিজেদের স্পেস স্টেশনে বসেই বিভিন্ন পরীক্ষা করতে পারবেন মহাকাশচারীরা। প্রয়োজনে ১৫-২০ দিন টানা থাকতে পারবেন। ইসরোর পরিকল্পনা , গগনযান মিশন সফল হলে ২০৩৫ সালের মধ্যেই স্পেস স্টেশন বানানোর কাজ সম্পূর্ণ করা হবে।

ISRO  ২১ শে অক্টোবর শনিবার সকাল ৭ টা থেকে ৯ টার মধ্যে তার উচ্চাকাঙ্ক্ষী মানব মহাকাশ মিশন গগনযানের মূল অংশ ফ্লাইট টেস্ট ভেহিক্যাল অ্যাবর্ট মিশনের (ক্রু এস্কেপ সিস্টেম ভিকেলস) প্রথম টেস্ট করবে।

ক্রুড মডিউল সহ ক্রু এস্কেপ সিস্টেমগুলি প্রায় ১৭ কিলোমিটার উচ্চতায় পরীক্ষামূলক যান থেকে আলাদা করা হবে। পরবর্তীকালে, ক্রু এস্কেপ সিস্টেমের পৃথক হবে এবং প্যারাসুটের মাধ্যমে স্বায়ত্তশাসিতভাবে নীচে নেমে আসবে। অবশেষে শ্রীহরিকোটা উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সমুদ্রে ক্রু মডিউলের নিরাপদ অবতরণ সম্পূর্ণ হবে।

Exit mobile version