আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে CWC ২০২৩-এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন ডুয়া লিপা।

বিখ্যাত ব্রিটিশ গায়ক-গীতিকার ডুয়া লিপাকে ১৯শে নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।

স্টার স্পোর্টস প্রকাশিত একটি ভিডিওতে ক্রিকেটার কেএল রাহুল, শুভমান গিল, কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের সঙ্গে ডুয়া লিপাকে ফাইনালের বিষয়ে কথা বলতে দেখা যাচ্ছে। স্টার স্পোর্টসের এই ‘এক্স’ বার্তা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে পপ তারকা পারফর্ম করার ইঙ্গিত দিয়েছে। কেএল রাহুল এবং কেন উইলিয়ামসন তাকে প্রশ্ন করেছে,যে তার জার্সি নম্বর কী হবে এবং সমাপ্তি অনুষ্ঠানে তার প্রিয় গানটি কী হবে! এর পরেই বিশ্বকাপ ২০২৩ সালের সমাপনী অনুষ্ঠানে ডুয়া লিপার পারফরম্যান্স-এর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে। অনুষ্ঠানে তার পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে দুয়া লিপাকে খুবই উত্তেজিত দেখাচ্ছে ।

তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ডুয়া লিপা নভেম্বর ২০১৯ সালে প্রথম বার ভারতে অনুষ্ঠান করেছিলেন।

সমাপ্তি অনুষ্ঠানে ডুয়া লিপার পারফরম্যান্সের খবর ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আশা করেছে যে আয়োজকরা এবারের অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করবে।

Exit mobile version