জমি কেলেঙ্কারির মামলায় হেমন্ত সোরেন গ্রেপ্তার। চম্পাই সোরেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী৷

 জমি কেলেঙ্কারির মামলায় হেমন্ত সোরেন গ্রেপ্তার। আজ সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর হেমন্ত সোরেনকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হেমন্ত সোরেন রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। চম্পাই সোরেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন৷ 

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার সকাল ৭টায় দক্ষিণ দিল্লির সোরেনের ৫/১ শান্তিনিকেতনের বাড়িতে আধিকারিকদের একটি দল পৌঁছায়। তবে সোরেন বাড়িতে উপস্থিত ছিলেন না।

তদন্ত সংস্থা ১৩ ঘন্টা ধরে তার দিল্লির বাসভবনে ক্যাম্প করে। সোরেন না আসায়, আধিকারিকরা হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় এবং প্রায় ৩৬ লক্ষ টাকা নগদ, দুটি হরিয়ানায় রেজিস্ট্রেশন হওয়া বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি এবং কিছু নথি জব্দ করে।

সোরেন তাঁর গাড়িতে দিল্লি থেকে সড়কপথে ১২৯২ কিলোমিটার রাস্তা পার হয়ে রাঁচি পৌঁছান। সেখানে তিনি বিধায়ক দলের বৈঠক করেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, এক্স-এ একটি পোস্টে অভিযোগ করেছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোরেনকে দিল্লি থেকে বারাণসী পৌঁছতে সাহায্য করেছিলেন। “বারাণসী থেকে, জেএমএম মন্ত্রী মিথলেশ ঠাকুর সোরেনকে রাঁচিতে নিয়ে গিয়েছিলেন।”

মুখ্যমন্ত্রী ৩০ ঘন্টারও বেশি সময় ধরে “নিখোঁজ” ছিলেন তাই তাঁকে পলাতক ঘোষণা করে রাজ্য বিজেপির প্রধান বাবুলাল মারান্ডি সোরেনের অবস্থান সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্যের জন্য ১১০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপনও দিয়েছিলেন।

তবে “নিখোঁজ” সোরেনর অবশেষে মঙ্গলবার খোঁজ পাওয়া যায়। তিনি গাড়িতে করে তার রাঁচির বাড়িতে প্রবেশ করেন ও সাথে সাথে তাকে হাসতে ও মিডিয়ার দিকে হাত নাড়তে দেখা যায়।

Exit mobile version