আইসিসি ক্রিকেট পুরুষদের বিশ্বকাপ ২০২৩ আজ থেকে ভারতে শুরু হয়েছে । ২০২৩ সালের বিশ্বকাপ ট্রফির জন্য মোট ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৩ ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ হল ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম সংস্করণ। ভারতের ১০টি মাঠে ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গত বছরের রানার্স-আপ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে লড়াইয়ের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়েছে ।
নিউজিল্যান্ডের স্ট্যান্ড-ইন অধিনায়ক টম ল্যাথাম টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।
জে বেয়ারস্টো ও ডি. মালান ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামে। ৭.৪ ওভারে ডি. মালান ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে যায়। তখন ইংল্যান্ডের রান সংখ্যা ৪০। ব্যাট করতে নামেন জে রুট। ১২.৫ ওভারে জে বেয়ারস্টো (৩৩ রান )আউট হয়ে যায়। নিয়মিত ব্যবধানে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকে। এইচ ব্রুক (২৫), মঈন আলী (১১), বাটলার (৪৩), লিভিংস্টোন (২০), শেম কুরান (১৪), ওকস (১১), আদিল রশিদ (১৫), মার্ক উড (১৩*) রান করে। ইংল্যান্ডের সব থেকে ভরসামান ব্যাটসম্যান জ রুট ৮৬ বল খেলে ৭৭ রান করে।৭৭ রানের মধ্যে ৪টি চার ও ১টি ছয় ছিল। ৫০ ওভারের শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় ৯ উইকেটে ২৮২।
আরও পড়ুন : শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের কাউন্টডাউন।দেখে নিন বিশ্বকাপের পুরো সূচি ।
We've completed our innings and have set New Zealand
to win.
Narendra Modi Stadium#EnglandCricket | #CWC23 pic.twitter.com/9DX5jjQpDD
— England Cricket (@englandcricket) October 5, 2023
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট, সেন্টনার ১০ ওভারে ৩৭ রান দিয়ে ২টি উইকেট, বোল্ট ১০ ওভারে ৪৮ রান দিয়ে ১টি উইকেট, আর রবীন্দ্র ১০ ওভারে ৭৩ রান দিয়ে ১টি উইকেট, জি ফিলিপস ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি উইকেট পায়।
বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী হতে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ২৮৩ রান করতে হবে।