‘ও শুধু আমার’ এই ইঙ্গিত পূর্ণ বার্তা পোস্ট করেছে সারা তেন্ডুলকর। শুভমন ও তার প্রেমের গল্পে মজেছে ক্রিকেট প্রেমী দুনিয়া।

এক জন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমন গিল। অন্য জন সচিন-কন্যা সারা তেন্ডুলকর। এত দিন সবটাই নাকি চলছিল আড়ালে-আবডালে, লুকিয়ে-চুরিয়ে।

শুভমন বিষয়টি নিয়ে সেরকম ভাবে সামনে আসতে দেয়নি কিন্তু সারা এবিষয়ে সাহসী। কখনো শুভমনের জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছে বা কখনো মাঠে উপস্থিত থেকে শুভমনের প্রতিটি চার বা ছয়ে হাততালি দিয়ে অনুপ্রাণিত করেছে।

https://twitter.com/SaraTendulkar__/status/1725499005084561784

সারা হয়তো আর বিষয়টি লুকিয়ে রাখতে চাইছে না তাই হয়তো সারা এক্স-এ পোস্ট করেছে ‘ও শুধু আমার’।

রবিবার আমেদাবাদে ফাইনাল। ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে সাউথ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনালে। এর আগে ২০০৩ সালে ভারত আর অস্ট্রেলিয়া ফাইনালে মুখোমুখী হয়েছিল। সেবার ভারত হেরে গিয়েছিলো। রবিবারের ম্যাচ বদলার ফাইনাল। ভারতের অগণিত ক্রিকেটপ্রেমী সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে যখন রোহিত শর্মার হাতে কাপ উঠবে।

সেমি-ফাইনালের আগে নাকি সারা দেখে করেছিল শুভমনের সঙ্গে। প্রেম নিবেদন করলেও ‘ও’ লেখার মধ্যে সারা কাকে বোঝাতে চেয়েছে সেটা পরিষ্কার না। আর সারা টেন্ডুলকার লেখা এক্স একাউন্ট টিতে ব্লু টিক থাকলেও এটা কোনো ভাবেই নিশ্চিত না যে ওই একাউন্ট টি শচীন কন্যা সারার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *