ক্রমশ শীতের দাপট বাড়ছে। তার মাঝেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ৪/৫ দিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে চলছে শৈত প্রবাহ। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সোমবার ঢেকেছে ঘন কুয়াশায়। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে অনুমান।হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই প্রবল বৃষ্টি।
মাঘের প্রথম দিন থেকেই বৃষ্টি হবে বঙ্গে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হলেও বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার বৃষ্টি কমবে। শনিবার থেকে পশ্চিমবঙ্গের আকাশ থাকবে ঝলমলে।
১৬/০১/২০২৪ (মঙ্গলবার)-
ঘন কুয়াশা – উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার।
বিচ্ছিন্ন বৃষ্টি (ISOL)- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা।
১৭/০১/২০২৪ (বুধবার)-
শিলা বৃষ্টি – কালিম্পং
বিচ্ছিন্ন বৃষ্টি (ISOL)- জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম।
বিক্ষিপ্ত বৃষ্টি (SCT)- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা।
১৮/০১/২০২৪ (বৃহস্পতিবার)-
বিচ্ছিন্ন বৃষ্টি (ISOL)- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ।
বিক্ষিপ্ত বৃষ্টি (SCT) – মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
১৯/০১/২০২৪ (শুক্রবার)-
বিচ্ছিন্ন বৃষ্টি (ISOL) – পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা।