বারবার দল বিরোধী মন্তব্য করে বিজেপির রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলছিলেন অনুপম হাজরা। তিনি আবার কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক। এবার অনুপম হাজরার ডানা কাটা হলো। ৫ ডিসেম্বর থেকে তার নিরাপত্তা তুলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এত দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম।

গত কয়েক মাস ধরে অনুপম হাজরা দলের লাইনে না গিয়ে একটু অন্যভাবে হাঁটার চেষ্টা করছিলেন। তার দল বিরোধী বক্তব্য ও কার্যকলাপ রাজ্য নেতৃত্বকে বারবার অস্বস্তিতে ফেলেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন অনুপম। তিনি লিখেছেন, ‘সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম তা ভালোভালে জেনে খবরটা করা দরকার। তবে কীসের জন্য অনুরোধ করেছিলাম তা সময় বলবে।”

অনুপম হাজরার ফেসবুক পোস্ট

ওই পোস্টে তিনি আরও লেখেন ” অনেক খেলা বাকি। আর এক এক ব্যাটসম্যানের খেলার ধরন একেক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।”

বিশ্বভারতীর ফলক বিতর্ক চলাকালীন তিনি শান্তিনিকেতনে তৃণমূলের বিক্ষোভ মঞ্চে গিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি একটি ফেসবুক লাইভে রাজ্য বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেন তিনি। জেলা বিজেপিতে অরাজকতা চালানোর অভিযোগ তোলেন তিনি। নিশানা ছিল রাজ্য সভাপতির দিকে।

পালটা সরব হয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘কয়েকদিন আগেই দেখলাম তিনি ২০ জনকে নিয়ে ঘুরছেন। তাঁদের মধ্যে ১৮ জন নিরাপত্তারক্ষী।’

সুকান্তের এই খোঁচার মধ্যেই অনুপম হাজরার সুরক্ষা সরিয়ে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এক সময়ে বোলপুরের তৃণমূল সাংসদ ছিলেন অনুপম। বিজেপিতে যোগ দেওয়ার পরে গত লোকসভা নির্বাচনে যাদবপুর আসনে প্রার্থীও হন। তবে বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি। সেই সময়ে নানা ভাবে তিনি রাজ্য নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *