আগামী এক সপ্তাহ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

আজ রবিবার রাজ্যে তেমনভাবে বৃষ্টি হয়নি । আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টি বাড়বে । চলবে বৃহস্পতিবার পর্যন্ত । সোম থেকে বৃহস্পতি, দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বাড়বে বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামলক কম। তবে মঙ্গল থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের।

এ দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় রবিবার তাপমাত্র ছিল সর্বোচ্চ ৩৫ ডিগ্রি। আগামী দিনে তাপমাত্রা কিছুটা হলেও কমার আশ্বাস আলিপুর হাওয়া অফিসের। সোমবার থেকে বুধ কলকাতায় বাড়বে বৃষ্টিপাত।

Exit mobile version