আজ এশিয়ান গেমসে ক্রিকেটের সেমিফাইনালে ভারত বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে।

টসে জিতে ভারতের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাট করতে নেবে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৬ রান করে। আর সাই কিশোর ১২ রান দিয়ে ৩ টি এবং ওয়াশিংটন সুন্দর ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেয় ।

ভারত ব্যাট করতে নেবে ৯.২ ওভারে ১ উইকেটে প্রয়োজনীয় ৯৭ রান তুলে নেয়। ঋতুরাজ ৪০ ও তিলক বর্মা ৫৫ রানে অপরাজিত থাকে।

আরও পড়ুন : পুরুষদের ক্রিকেটে ভারত সেমিফাইনালে। যশস্বী যশোয়ালের ৪৯ বলে ১০০ রান।

https://twitter.com/BCBtigers/status/1710142766708318453

এশিয়ান গেমসের সেমিফাইনালের কিছু অংশ

  • আজকের জয়ের ফলে ভারত ফাইনালে উঠে গিয়ে একটি পদক নিশ্চিত করল।
  • ভারত বাংলাদেশকে 9 উইকেটে হারিয়ে এশিয়ান গেমের পুরুষদের ক্রিকেটে স্বর্ণপদকের ম্যাচে প্রবেশ করেছে।
  • ভারতের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সিদ্ধান্ত নেন।
  • আজ শাহবাজ আহমেদ ভারতের হয়ে অভিষেক করেছিলেন।
  • আর সাই কিশোরের ১২/৩ বাংলাদেশকে ৯৬/৯-এ আটকে দেয় ।
  • জবাবে ভারত ইন ফর্ম বেটার যশস্বী জয়সওয়াল শূন্য রানে আউট হয়ে যায়। তিলক ভার্মা ফিফটি করেন এবং ২৬ বলে অপরাজিত ৫৫ রান করে।
  •  তিলক এবং ঋতুরাজ গায়কওয়াড অপরাজিত ৯৭ রানের পার্টনারশিপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *