বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল ভারত। সিরিজের সমতা ফেরালো টিম ভারত।

ইংল্যান্ডের ‘বাজ়বল’ বেশিক্ষণ স্থায়ী হলোনা। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল ভারত। সিরিজের সমতা ফেরালো টিম ভারত।

চতুর্থ দিনের খেলা ৬৭/১ রানে শুরু করেন জ্যাক ক্রলি ও রেহান আহমেদ। দু’জনে মিলে শুরুটা ভালোই করেছিল। যশপ্রীত বুমরা ও অক্ষর পটেল বল হাতে শুরুটা ভালো করেননি । দু’জনে চেষ্টা করেও উইকেট নিতে পারছিলেন না। তবে ইংল্যান্ডকে চতুর্থ দিনের প্রথম ধাক্কা দেন অক্ষর। ব্যক্তিগত ২৩ রানের মাথায় রেহানকে আউট করে অক্ষর।

শেষ চার টি উইকেটের মধ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (১১) রান আউট হন।জসপ্রিত বুমরাহ বেন ফোকস (৩৬) এবং টম হার্টলিকে (৩৬) আউট করেন, অন্যদিকে মুকেশ কুমার শোয়েব বশির (০) এর উইকেট নেন।
সকালের সেশনে ভারত পাঁচ উইকেট নেয়। অশ্বিন (৩/৭২) দুইটি এবং কুলদীপ যাদব (১/৬০) এবং অক্ষর প্যাটেল (১/৭৫) একটি করে উইকেট নেন। অশ্বিন এই ইনিংসে তিন উইকেট নেওয়ায় তার টেস্টে মোট উইকেট সংখ্যা হল ৪৯৯। এবার ৫০০ টেস্ট উইকেট পূর্ণ করা দোরগোড়ায় দাঁড়িয়ে অশ্বিন।

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল ব্যাটসম্যান হলেন জ্যাক ক্রাওলি। তিনি ১৩২ বলে ৭৩ রান করেছেন।

যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ব্যাট হাতে একটি অসাধারণ ডাবল সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয় ইনিংসে শুভমান গিল একটি সেঞ্চুরি করেন।

ছবি – এক্স / বিসিসিআই

প্লেয়ার অফ দ্য ম্যাচ হন বুমরাহ। বুমরাহ প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন।

Exit mobile version