ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর আজ ভারতের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।আজ টস হারলেন রোহিত শর্মা। চোখ বন্ধ করে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার । শূন্য রানে মিচেল মার্শকে আউট করে যশপ্রীত বুমরা। স্লিপে ভাল ক্যাচ ধরে বিরাট।

দ্বিতীয় উইকেটে জুটি বাঁধে ওয়ার্নার ও স্মিথ। ধীরে ধীরে খেলছিল অস্ট্রেলিয়ান জুটি । পেসারেরা আর উইকেট না পাওয়ায় স্পিনারদের ডেকে নেয় রোহিত। তার পরেই চিত্র পাল্টাতে শুরু করে । ৪১ রানের মাথায় ওয়ার্নারকে আউট করে কুলদীপ। স্মিথ ও লাবুশেন দলের রান ১০০ পার করে। স্মিথ ভালই খেলছিল। ঠিক তখনই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। ৪৬ রানের মাথায় জাডেজার বল বুঝতে না পেরে বোল্ড হয় স্মিথ।

জাডেজা এক ওভারে লাবুশেন ও অ্যালেক্স ক্যারেকে আউট করে। ১১৯ রানে ৫ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। দেখে মনে হচ্ছিল, ১৫০ রান করাও কঠিন হবে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দলের রানকে টানলেও শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে জাডেজা ৩টি, কুলদীপ ও বুমরা ২টি করে এবং , রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সিরাজ১টি করে উইকেট নেয়।

২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় । ভারতীয় ইনিংসের চতুর্থ বলেই আউট হয়ে যায় ইশান কিষান (০)। যা তার প্রথম বল ছিল। অফস্টাম্পের মাইলখানেক দূর দিয়ে যাওয়া বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যায় । দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হয়ে যায় রোহিত শর্মা (০)। সেই ওভারের শেষ বলে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার (০)। দু’ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২ রানে ৩ উইকেট।

উল্লেখ্য, ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। আর সেটার ঠিক পরের ৫০ ওভারের বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের অবস্থা আরও খারাপ হয়েছে। আজ ২ রানে তিন উইকেট পড়ে যায় ভারতের।

শ্রেয়স আউট হয়ে যাবার পর কে এল রাহুল বিরাট কোহলির সঙ্গী হয়। কোহলি ও রাহুলের মধ্যে পার্টনারশিপ মধ্যে ৭.৩ ওভারে জোশ হেজেলউডের শর্ট বলে পুল শট মারে বিরাট কোহলি।  বল ঠিকমতো কানেক্ট হয়নি বিরাটের ব্যাটে। বিরাটের ব্যাটের কানায় লেগে বল সোজা উপরে উঠে যায়। উইকেটকিপার ক্যারি ও লেগ সাইডে ফিল্ডিং করা মিচেল মার্শ উভয়েই ক্যাচ ধরার জন্য দৌড়ে যায় । মার্শ আগে পৌঁছায় বলের কাছে। স্লাইড করে বলের কাছে পৌঁছালেও ক্যাচটি মিস করে মার্শ। জীবনদান পেয়ে যায় বিরাট।

দুই ব্যাটারই নিজেদের অর্ধশতরান পূর্ণ করে। দলের ১৬৮ রানের মাথায় ‘চেজ়মাস্টার’ বিরাট ৮৫ রান করে আউট হয়ে যায়। বিরাট-রাহুলের ১৬৫ রানের জুটি দলকে জেতাল। শেষ পর্যন্ত ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে গেল ভারত। রাহুল অপরাজিত থাকল ৯৭ রানে।

‘প্লেয়ার অফ দ্যা ম্যাচ’ – কে এল রাহুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *