আজ ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত বাংলাদেশকে ১০ উইকেটে পরাজিত করেছে। ভারত নবম মহিলা এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করলো।

ভারত প্রথম সেমিফাইনালে ২০ ওভারে বাংলাদেশকে ৮০ রানে আটকে দেয়। পেসার রেণুকা ঠাকুরের দাপটে প্রথম থেকেই বেসামাল হয়ে যায় বাংলাদেশ। রেণুকা চার ওভারের ১০ রান দিয়ে ৩ টি উইকেট নেয়। রাধা যাদব চার ওভার ১৪ রান দিয়ে ৩ টি উইকেট ও দীপ্তি শর্মা ১৪ রান দিয়ে ১টি উইকেট নেয়।

৮১ রান তাড়া করতে গিয়ে ভারতকে কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি। স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ১১ ওভারের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। স্মৃতি মান্দানা ৩৯ বলে ৫৫* রান ও শেফালী বর্মা ২৮ বলে ২৬* রান করে। এই জয়ের সুবাদে ভারত মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠল।

ভারত মহিলা দল (প্লেয়িং ইলেভেন):

শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা চেত্রি, হরমনপ্রীত কৌর (C), জেমিমা রড্রিগস, রিচা ঘোষ (w), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার, রেনুকা ঠাকুর সিং।

বাংলাদেশ মহিলা দল (প্লেয়িং ইলেভেন):

দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (w/c), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মনি, রাবেয়া খান, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।

প্লেয়ার অফ দ্য ম্যাচ: রেণুকা সিং

আরও পড়ুন : চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় তীরন্দাজরা।

খেলার শেষে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা বলেন –

আমাদের ব্যাটিং ঠিক করতে হবে। এর কারণে আমরা অনেক খেলাই হারছি। আমরা কি চাই তা বুঝতে পারলাম না। পাওয়ারপ্লেতে আমরা অনেক উইকেট হারিয়েছি। টপ অর্ডার রান করতে পারছে না তাই দলগত ভাবে বড় রান তোলা কঠিন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *