২০২০ সালে গালওয়ানে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে সীমান্তে উত্তেজনা রয়েছে।চীন সীমান্তে বড় আকারের নির্মাণ ও অস্ত্র মোতায়ন করছে, তার জবাবে ভারত সীমান্তে বিপুলসংখ্যক অস্ত্র মোতায়ন করেছে।এলআইসি নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিলো প্রতিরক্ষা মন্ত্রক। পূর্ব লাদাখের নিয়মাতে একটি নতুন এয়ারফিল্ড তৈরি করতে যাচ্ছে ভারত। যার দায়িত্ব দেওয়া হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনকে ( বিআরও )।

https://twitter.com/BROindia/status/1700790783119704560

জি-২০ বৈঠক শেষ হওয়ার পরেই এই ঘোষণা। এই বিমান ঘাঁটিটি তৈরি করতে খরচ হবে ২১৮ কোটি টাকা।
আগামী ১২ই সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই নতুন এয়ারফিল্ড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে চীনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৪০০ ফুট উচ্চতায় ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ লেখা থেকে ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত নিয়মা। তাই ভৌগোলিক দিক থেকে নিয়মার গুরুত্ব অপরিসীম।
২০২০ সাল থেকে নিয়মা অ্যাডভান্স লেন্ডিং গ্রাউন্ডকে কাজে লাগিয়ে চিনুক হেবি-লিফট হেলিকপ্টারের সাহায্যে সৈন্য ও উপকরণ পরিবহনের কাজ চলছে। এই এয়ারফিল্ড তৈরি হওয়ার পর সৈন্য ও উপকরণ পরিবহনের কাজ আরো সহজ হবে বলেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *