ভারতে এই মুহূর্তে ক্রীড়াজগতের সমস্ত উন্মাদনা, উত্তেজনা ওডিআই ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে। ঠিক সেই সময়ে জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতে নিল ভারতের মহিলা দল। গতকাল রাঁচিতে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি হয়েছিল। ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য রেখেই খেতাব জিতেছে ভারত। ফাইনালে তারা জাপান দলকে হারিয়ে দিয়েছে ৪-০ গোলে।এর আগে কঠিন সেমিফাইনাল ম্যাচে কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত।
India has won the Hockey Women's Asian Champions Trophy by beating Japan 4-0 in the finals. I'm extremely proud of all our super talented players for making our country proud
pic.twitter.com/ME7BJhnHMY
— Kiren Rijiju (@KirenRijiju) November 6, 2023
গতবারের চ্যাম্পিয়ন দল জাপান। ফলে গতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স করেই চ্যাম্পিয়ন হলো ভারতীয় মহিলা হকি দল। এ দিন ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টার শুরুর প্রথমেই লিড নেয় ভারতীয় দল। ম্যাচের ১৭ তম মিনিটে গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন স্থানীয় খেলোয়াড় সঙ্গীতা কুমারি। এ দিন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকার ছিল অবাধ। বিকেল চারটের সময়ে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। ভারত প্রথমেই এগিয়ে যাওয়াতে গোটা স্টেডিয়ামকে বাঁধ ভাঙা উচ্ছাসে ভাসতে দেখা যায়।
ম্যাচে ৪৬ তম মিনিটে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেহা গোয়েল। ৫৭ তম মিনিটে লালরেমসিয়ামি ভারতের হয়ে তৃতীয় গোলটি করে। ৬০ তম মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোল করে ভারতের জয়কে সুনিশ্চিত করে বন্দনা কাটারিয়া।
ভারতীয় মহিলা হকি দলের এটি দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়। এর আগে তারা ২০১৬ সালে এই খেতাব জিতেছিল। ২০২২ এর ডিসেম্বরের পরে এটি আবার ভারতীয় মহিলা হকি দলের প্রথম শিরোপা জয়।ফলে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ছিলেন কোচ থেকে খেলোয়াড় সকলেই।