পাল্লেকেলেতে অবিরাম বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ বাতিল করা হয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ প্রথম থেমে যায় ভারতের রান যখন বিনা উইকেটে ১৫ । ভারত যখন ১১.২ ওভারে ৫১/৩ এ লড়াই করছিল তখন বৃষ্টির দ্বিতীয় স্পেলে খেলা বন্ধ হয়ে যায়।

খেলা শুরু হওয়ার পর শাহিন আফ্রিদির দুরন্ত বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটাররা আত্মসমর্পণ করে দেয়।
রোহিত শর্মা (১১), বিরাট কোহলি(৪), শুভমান গিল(১০) ও শ্রেয়াস আইয়ার (১৪) খুব তাড়াতাড়ি প্যাভেলিয়ান ফিরে আসে।ঈশান কিসন (৮২) এবং হার্দিক পান্ডিয়া(৮৭) ১৪১ বলে ১৩৮ রানের জুটি করে ভারতীয় ইনিংস কে পুনর্জীবিত করে।

পাকিস্তানি বোলারদের মধ্যে শাহিনা আফ্রিদি ৪টি, নাসিম শাহ ৩ টি ও হারিস রাউফ ৩ টি উইকেট নেয়।ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অলআউট হওয়ার পর কোন খেলা সম্ভব হয়নি।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভারত ও পাকিস্তান একটি করে পয়েন্ট অর্জন করে।সুপার ফর এর যোগ্যতা অর্জন করলেন বাবররা। দুটি ম্যাচ খেলে তাদের অর্জিত পয়েন্ট ৪।

ভারতের পরের ম্যাচ নেপালের সঙ্গে।এই ম্যাচে ভারত জিতলে ভারত সুপার ফোরে কোয়ালিফাই করে যাবে। কোন কারনে ভারত নেপাল ম্যাচ বাতিল হলেও ভারত কোয়ালিফাই করবে।

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *