মঙ্গলবার নয়াদিল্লিগামী ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। তাঁকে সঙ্গে সঙ্গে আগরতলার আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে আইসিইউ তে তার চিকিৎসা চলছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শাবির তারাপোর বলেছেন যে রাজ্য অ্যাসোসিয়েশন পুরো ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে।
আগরতলা বিমানবন্দরে বিমানে ওঠার সময় মায়াঙ্ক আগরওয়ালের গলা ও মুখে ব্যথা অনুভব করেন , তার পরপরই তাকে ভর্তির জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমান ধরার আগে তিনি তরল পানীয় পান করেছিলেন বলে জানা যাচ্ছে। অসুস্থতার কারণ সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। তবে তার অবস্থা ভালো এবং কোনো আশঙ্কা নেই। ২৬শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত, কর্ণাটক দল আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে একটি রঞ্জি ম্যাচ খেলেছিল।
Out of favour India opener and Karnataka captain Mayank Agarwal rushed to Agartala hospital after falling sick in a New Delhi bound flight. The details and nature of his health issue hasn't been confirmed: Karnataka State Cricket Association sources to PTI. pic.twitter.com/b3HdL4KsNM
— Press Trust of India (@PTI_News) January 30, 2024
দলের পরবর্তী ম্যাচের জন্য তিনি দিল্লি হয়ে রাজকোটের ফ্লাইটে উঠেছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘কর্ণাটক দল বিমানে উঠে যায়, এই অবস্থায় মায়াঙ্ক অস্বস্তি বোধ করতে শুরু করে। মায়াঙ্ক ফ্লাইটে বেশ কয়েকবার বমিও করেছে। এর পর তাঁকে বিমান থেকে নামিয়ে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ডাক্তাররা কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে জানা গেছে যে তিনি এখন ভালো বোধ করছেন।
ভারতের হয়ে ২১টি টেস্ট এবং ৫টি এক দিনের ম্যাচ খেলা ময়ঙ্ক এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। রঞ্জি ট্রফিতে তিনিই নেতৃত্ব দিচ্ছেন কর্নাটককে। ঋদ্ধিমান সাহার দলের বিরুদ্ধে দুই ইনিংসে তিনি করেন ৫১ এবং ১৭ রান।
কর্ণাটক তাদের পরবর্তী ম্যাচ ২রা ফেব্রুয়ারি সুরাটের লালাভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে রেলওয়ের বিরুদ্ধে খেলবে। এরপর ৯ই ফেব্রুয়ারি চেন্নাইয়ে তামিলনাড়ুর সাথে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই হবে। মায়াঙ্ক এখন পর্যন্ত কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। সাত ইনিংসে ৪৪.২৮ অ্যাভারেজে ৩১০ রান, এর মধ্যে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি রয়েছে ।