এশিয়ান গেমস ২০২৩-এর ৮ম দিনে পুরুষদের ট্র্যাপ টিম শুটিং ইভেন্টে ভারত সোনা জিতেছে। এশিয়ান গেমসে এটি ভারতের ১১তম সোনা  । শুটিংয়ে সপ্তম সোনা।

কিনান দারিয়াস চেনাই, জোরাভার সিং সান্ধু এবং পৃথ্বীরাজ টোন্ডাইমানের ভারতীয় দল, ভারতকে ৩৬১ পয়েন্টে সোনা এনে দেয়।
দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়ে ভারত। পরে তৃতীয় রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা জিতে নয় । ৩৫৯ পয়েন্ট করে দ্বিতীয় স্থানে শেষ করে কুয়েত । ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তার এক্স হ্যান্ডেলে পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *