এশিয়ান গেমসে সোনা অবিনাশ সাবলের। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসে ২০২৩ অ্যাথলেটিক্সে এটাই প্রথম সোনা ভারতের।

অবিনাশ ৮:১৯:৫০ মিনিটে প্রথম হয়ে ১২ তম সোনা জিতেছে। এটি ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক।

প্রথম থেকেই ২৯ বছর বয়সী অবিনাশ অপর প্রতিযোগী থেকে এগিয়েছিল এবং শেষ করার সময় তার ও নিকটতম প্রতিযোগীর মধ্যে ব্যবধান ছিল ৪ সেকেন্ডের বেশি।
জাপানের রিওমা আওকি (৮:২৩:৭৫) রুপো ও সেইয়া সুনাদা (৮:২৬:৪৭) ব্রোঞ্জ পদক জিতেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *