এশিয়ান গেমসে সোনা অবিনাশ সাবলের। ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জিতলেন তিনি। এশিয়ান গেমসে ২০২৩ অ্যাথলেটিক্সে এটাই প্রথম সোনা ভারতের।
অবিনাশ ৮:১৯:৫০ মিনিটে প্রথম হয়ে ১২ তম সোনা জিতেছে। এটি ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে ভারতের প্রথম স্বর্ণপদক।
.@avinash3000m strikes #Gold🥇at #AsianGames2022 with a new #AsianGames Record 🥳
The ace #TOPSchemeAthlete clocked a time of 8:19.50 in Men's 3000m Steeplechase Event!
What a performance Avinash🌟! Heartiest Congratulations 👏👏#Cheer4India#HallaBol#JeetegaBharat… pic.twitter.com/fP9cPslmmW
— SAI Media (@Media_SAI) October 1, 2023
প্রথম থেকেই ২৯ বছর বয়সী অবিনাশ অপর প্রতিযোগী থেকে এগিয়েছিল এবং শেষ করার সময় তার ও নিকটতম প্রতিযোগীর মধ্যে ব্যবধান ছিল ৪ সেকেন্ডের বেশি।
জাপানের রিওমা আওকি (৮:২৩:৭৫) রুপো ও সেইয়া সুনাদা (৮:২৬:৪৭) ব্রোঞ্জ পদক জিতেছেন।