এশিয়ান গেমসে পুরুষদের শট পাটে সোনা জিতলেন তেজিন্দারপাল সিং তুর। অ্যাথলেটিক্স থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে।
২০.৩৬ মিটার দূরত্বে শটপাট ছুড়ে দেশকে ১৩তম সোনা এনে দিলেন তিনি।
তিনি আগের বারে সোনা এনে দিয়েছিলেন ভারতকে তাই তার ওপর প্রত্যাশা ছিল অনেক। প্রথমদিকে একটু পিছিয়ে ছিলেন তেজিন্দার। প্রথম দিকে একদম ফর্মে ছিলেন না । প্রথম পাঁচটি থ্রোর মধ্যে তিনটি ফাউল করেন। ভারতের পদক জয়ের আসা ক্ষীন হতে থাকে। ঠিক সেই মুহূর্তে শেষ থ্রোতে ২০.৩৬ মিটার শট পাট ছুঁড়ে সবাইকে অবাক করে সোনা জিতে নেন।
আরও পড়ুন : ভারতের ১২ তম ও ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে প্রথম সোনা।
https://twitter.com/SonySportsNetwk/status/1708475452581650616
২০১৮ এশিয়ান গেমসেও তিনি সোনা জিতেছিলেন। সে বার ২০.৭৫ মিটার শট পাট ছুড়ে এশিয়ান গেমসে রেকর্ডও করেছিলেন। যে রেকর্ড এখনো অটুট আছে।