এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ১৪ তম সোনা ও ট্র্যাক এন্ড ফিল্ডে দ্বিতীয়।৫০০০ মিটারে পারুল চোধুরী।

সোমবার ভারতের ঝুলিতে রুপো ও ব্রোঞ্জ এলেও ভারত সোনা জিততে পারেনি। আজ সে দুঃখ কাটিয়ে দিল পারুল চৌধুরী। ৫০০০ মিটারে সোনা জিতল পারুল।

শুরু থেকেই পারুল প্রথমের দিকেই ছিল। সব প্রতিযোগীরাই নিজেদের দম ধরে রেখে ধীরে ধীরে এগোচ্ছিল। ৩০০০ মিটার শেষ হওয়ার পর প্রতিযোগিতার মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। প্রথমে দৌড়াচ্ছিলাম জাপানের প্রতিযোগী। সব সময় পারুল তার পিছনে ছিলেন। শেষ ৫০ মিটারে পারুল নিজের গতি বাড়িয়ে অনেকটা জাপানের প্রতিযোগীকে বোকা বানিয়ে এগিয়ে যায় পারুল।

শেষের দিকে জাপানের রিরিকা হিরোনাকা  ডান দিকে পারুলকে দেখতে থাকে কিন্তু পারুল বাঁদিক দিয়ে তাকে ওভারটেক করে রেস ফিনিশ করে। ৫০০০ মিটারে পারুল সময় করে ১৫:১৪:৭৫ মিনিট।

সোমবার মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে অল্পের জন্য সোনা মিস করে পারুল। রুপো নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। আজ পারুল অসাধারণ।

Exit mobile version