এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ১৫ তম সোনা ও ট্র্যাক এন্ড ফিল্ড -এ তৃতীয়।মহিলাদের জ্যাভলিন থ্রো-তে আন্নু রানী।

ভারতের আন্নু রানী দেশের জন্য ১৫ তম স্বর্ণপদক জিতেছেন এবং এটি মহিলাদের জ্যাভলিন থ্রো -তে এসেছে। আজ ৫০০০ মিটারের দৌড়ের পরে জ্যাভলিনে এল সোনা।
আন্নু রানী ৬৯.৯২ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন।

জ্যাভলিনের ফাইনালে প্রথম ও দ্বিতীয় থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ও ৬১.২৮ মিটার ছুড়ে অন্নু। শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ে পিছনেই ছিল । ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন নাদিশা। চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়ে অন্নু। বাকিরা সেখান থেকে আর অন্নুকে টপকাতে পারেননি।

Exit mobile version