ভারতের আন্নু রানী দেশের জন্য ১৫ তম স্বর্ণপদক জিতেছেন এবং এটি মহিলাদের জ্যাভলিন থ্রো -তে এসেছে। আজ ৫০০০ মিটারের দৌড়ের পরে জ্যাভলিনে এল সোনা।
আন্নু রানী ৬৯.৯২ মিটার থ্রো করে স্বর্ণপদক জিতেছেন।
Many congratulations to Annu Rani on winning the #GoldMedal in the Women’s Javelin Throw Athletics event!
Let’s #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/NCwK1mfhE2
— Team India (@WeAreTeamIndia) October 3, 2023
জ্যাভলিনের ফাইনালে প্রথম ও দ্বিতীয় থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ও ৬১.২৮ মিটার ছুড়ে অন্নু। শ্রীলঙ্কার নাদিশা দিলশান ও চিনের লিউ হুইহুইয়ে পিছনেই ছিল । ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন নাদিশা। চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়ে অন্নু। বাকিরা সেখান থেকে আর অন্নুকে টপকাতে পারেননি।
A crowning moment for our very own Annu 𝐑𝐚𝐧𝐢 👸as she embraces the golden moment on the podium 🥇🇮🇳#SonySportsNetwork #Cheer4India#Hangzhou2022 #TeamIndia #Javelin @Media_SAI @Annu_Javelin pic.twitter.com/02DYbSOUhX
— Sony Sports Network (@SonySportsNetwk) October 3, 2023