এশিয়ান গেমস ২০২৩ : ভারতের ১৮ তম সোনা। ছেলেদের ৪০০×৪ মিটার দৌড়ে।

১৭ নং সোনা জেতার কিছুক্ষণের মধ্যেই অ্যাথলেটিক্সে আবার সোনা জিতল ভারত। দুটি সোনার মধ্যে সময়ের অন্তর ঠিক ৮ মিনিট। ভারতের ছেলেরা ৪০০×৪ মিটার দৌড়ে সোনা জিতল। আনাস মুহাম্মদ, অমজ জাকোব, আজমল মহম্মদ এবং রাজেশ রমেশ দেশের হয়ে ১৮তম সোনা জিতল । জাতীয় রেকর্ড ভেঙে তারা রেস শেষ করে ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

গত এশিয়ান গেমসে ভারত এই ইভেন্টে রুপো পেয়েছিল ।কাতারের কাছে হারতে হয়েছিল সেবার।বুধবার সেই কাতারকেই হারিয়ে সোনা এনে দিল রমেশরা।

আরও পড়ুন : ভারতের ১৭ তম সোনা। ‘গোল্ডেন বয়’ নীরাজ চোপড়ার হাত ধরে।

প্রথমদিকে ভারতীয় প্রতিযোগী পিছিয়ে থাকলেও আস্তে আস্তে তারা দূরত্ব কমায় এবং রেস শেষ করে ৩ মিনিট ০১.৫৮ সেকেন্ডে।

Exit mobile version