কমপাউন্ড তীরন্দাজিতে ভারতের মহিলাদের পর পুরুষেরাও দলগত বিভাগে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল।এই ইভেন্টে ভারতীয় দলে ছিল অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান।স্কোর ভারতের পক্ষে ২৩৫-২৩০।
চার সেটের খেলায় প্রথম সেটে ভারতীয় দল ৫৮ পয়েন্ট করে ও দক্ষিণ কোরিয়া ৫৫ পয়েন্টে । দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় দক্ষিণ কোরিয়া । দ্বিতীয় সেটে দক্ষিণ কোরিয়া ৫৯, ভারত ৫৮ পয়েন্ট করে। তৃতীয় সেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় ভারতীয় তীরন্দাজেরা। তৃতীয় সেটে ভারতীয়রা ৫৯ করে ও দক্ষিণ কোরিয়া ৫৭ তে আটকে যায়। তৃতীয় চারটে ফল দাঁড়ায় ভারতীয়দের পক্ষে ৫৯-৫৭।
আরও পড়ুন : ভারতের ১৯তম ও তীরন্দাজিতে দ্বিতীয় সোনা।
The Joy of bringing home #Gold
Their faces say it all!
Presenting @archer_abhishek & #KheloIndiaAthletes Ojas and Prathamesh!
Congratulations on the Gold boys
pic.twitter.com/7mXE1GXb5e
— SAI Media (@Media_SAI) October 5, 2023
চতুর্থ সেটের আগে ৪ পয়েন্টে এগিয়ে থাকে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট আর ভারতীয়রা ৬০ পয়েন্ট করে। দক্ষিণ কোরিয়া তীরন্দাজিতে প্রচুর শক্তিশালী হলেও আটকাতে পারেনি ভারতকে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।
এটি ভারতের ২১তম সোনা। তীরন্দাজিতে তৃতীয়। আজ সকালে মেয়েদের দল কম্পাউন্ড তীরন্দাজিতে সোনা পেয়েছে।